পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী শুভঙ্করানন্দ মহারাজের। সোমবার ভোরে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সংঘের এক সেবকেরও। নিয়ন্ত্রণ হারিয়ে মহারাজদের গাড়ি উলটো দিকের লেনে ঢুকে পড়াতেই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সন্ন্যাসী স্বামী আমরানন্দ মহারাজের। উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিক্যাল কলেজে তাঁর চিকিৎসা চলছে।
আরও পড়ুন - বাংলায় আসতে চলেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে?
পড়তে থাকুন - 'আর একতরফা হবে না, সেটা সরস্বতী পুজোয় প্রমাণ হয়ে গেছে, রামনবমীতে প্রমাণ হবে'
আরও পড়ুন - পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ নারায়ণগড়ের নির্যাতিতা
জানা গিয়েছে, সোমবার খুব ভোরে গড়িয়ায় ভারত সেবাশ্রম সংঘের আশ্রম থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের উদ্দেশে রওনা হয়েছিলেন সন্ন্যাসীদের একটি দল। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন সহযোগী। জাতীয় সড়কে বাগনানের লাইব্রেরি মোড়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিকের লেনে ঢুকে পড়ে। তখন উলটো দিক থেকে আসা একটি বালিবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বালিবোঝাই লরিটি। সংঘর্ষের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ২টি গাড়িই। ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্ন্যাসী স্বামী শুভঙ্করানন্দ মহারাজ (৫৫) ও সেবক বাসুদেবের (৬০)। দুর্টনায় গুরুতর আহত হয়েছেন স্বামী অমরানন্দ মহারাজ ও গাড়ির চালক। মহারাজের মাথায় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে।