নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে ও তার পরে রাস্তার পাশে গাছে ধাক্কা মারল যাত্রীবোঝাই একটি বাস। দুর্ঘটনাটি ঘটেছে গলসি থানা এলাকার খানো মোড়ের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। পুলিশ সূত্রে খবর, দুই শিশু–সহ বাসের প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এই শিশুদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে খবর, পঞ্চাশ জন যাত্রী নিয়ে বেসরকারি ওই বাসটি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপত্তি ঘটে বলে খবর। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাকের পিছনে ধাক্কা মারেন বাসচালক। পরে রাস্তার পাশে গাছে গিয়ে ধাক্কা মারে বাস। আহতদের মধ্যে ১৮ জনকে বর্ধমানে, বাকিদের পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।বাসের সামনে দু’টি ট্রাক দু’টি লেন ধরে বর্ধমানের দিকে যাচ্ছিল। ডান দিকের লেনের ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখনই দুর্ঘটনাটি ঘটে বলে খবর। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বাসে আটকে থাকা চালক ও যাত্রীদের উদ্ধার করেন। বাসের যাত্রীরা কয়েকজন বলেন, ‘বাসটি নির্দিষ্ট স্টপেজ থেকে ছাড়ার প্রায় দু’শো মিটারের মধ্যে দুর্ঘটনটি ঘটে। গাড়ির গতি কম ছিল, তা না হলে বড় দুর্ঘটনা ঘটে যেত।’