উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় এক নবম শ্রেণির পড়ুয়ার। প্রাথমিকভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলে জানা গিয়েছে। মৃতা নবমশ্রেণির পড়ুয়া পরশমিতা মজুমদার। জানা গিয়েছে, ঘটনার আগের রাতে মায়ের সঙ্গে বচসা হয় পারস্মিতার। তারপর দিনই এই ভয়াবহ পদক্ষেপ নেয় ১৪ বছরের ওই নাবালিকা।
আর চার পাঁচটা ব্যস্ত দিনের মতোই চলছিল ওই ফ্ল্যাটের আশপাশের মানুষের দিনযাপন। পারশমিতাদের বাড়ির আশপাশে অনেকেই হঠাৎ দিনের বেলায় কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পান। তখনই সকলে সজাগ হন। দেখেন পড়ে রয়েছে পরশমিতার দেহ। ততক্ষণে বেরিয়ে আসেন পরশমিতার মা। তৎক্ষণাৎ ওই নবম শ্রেণির ছাত্রীকে ভর্তি করা হয় হাসপাতালে, তকিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতাল জানায় পারশমিতার মৃত্যু হয়েছে।
এর আগে, রবিবার রাতে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় পরশমিতার। সেদিন রাতে মায়ের কাছে বকুনি খেয়ে সে ঘরে ঢুকে যায়। সেদিন সে চুপচাপ ছিল। এমনই জানা যাচ্ছে। তবে সোমবার সকালে, বাবা কাজে বেরিয়ে গেলে, দাদা কলেজে বেরিয়ে গেলে, বাড়িতে তখন শুধু পরশমিতা ও তাঁর মা ছিলেন। মা কাজে ব্যস্ত ছিলেন বলে জানা যায়। সকলের ব্যস্ততার সময়ই হঠাৎই ওই ফ্ল্যাট থেকে পড়ে মৃত্যু হয় পরশমিতার। ঘটনাকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে।
( Donal Trump Latest: মার্কিন সেনা থেকে ট্রান্সজেন্ডারদের সরিয়ে দেওয়ার পরিকল্পনায় ট্রাম্প-রিপোর্ট, কতজন কর্মরত?)
( Rahul on Sambhal Violence: ‘ক্ষমতাকে কাজে লাগিয়ে বিজেপি বিভদ তৈরি করছে', সম্ভালের হিংসা নিয়ে তোপ রাহুলের)
(Mangal Vakri: মঙ্গলের বক্রী চাল শুরু হবে হাতে গোনা ক'দিন পর! টাকাকড়িতে সুখের সময় শুরু অনেকের, লাকি ৩ রাশি)
( Rahu Gochar Lucky Zodiacs: রাহুর গোচরে কাটবে আর্থিক সংকট, রকেট গতিতে উন্নতি ২ রাশির! লাকি কারা?)
এদিকে ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছান নিউ ব্যারাকপুর থানার পুলিশ। চলে জিজ্ঞাসাবাদ। তদন্তে নামে পুলিশ। এদিকে পরিবারে কোনও অশান্তি বা গোলমাল ছিল কি না তা নিয়ে চলছে চর্চা। এই মজুমদার পরিবার, কিছু বছর আগে, ফ্ল্যাট কিনে এসএন ব্যানার্জি রোডে বসবাস করত। সেখানে তাঁদের পরিবার সংক্রান্ত তথ্য সেখানের প্রতিবেশীরা জানেন কি না,তা নিয়েও চলছে পুলিশি তদন্ত। সব দিক খতিয়ে দেখছে পুলিশ।