'বাংলা ছাড়া ভারত হয় না।' কামারপুকুর রামকৃষ্ণ মিশন ও মঠের অনুষ্ঠানে গিয়ে বাংলা ভাষা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বলার জন্য একের পর এক পরিযায়ী শ্রমিককে আটক হতে হয়েছে পুলিশের হাতে। অভিযোগ, কাউকে হেনস্থা করা হয়েছে, কাউকে আবার ‘বাংলাদেশি’ তকমা দিয়ে পাঠানো হয়েছে বাংলাদেশে। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার হুগলির খানাকুলের বন্যা পরিদর্শন করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুধু তাই নয়, কামারপুকুরের কাছে এক ত্রাণশিবিরে গিয়ে মানুষজনকে নিজে হাতে খিচুড়ি পরিবেশন করেন তিনি। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে দুর্গতরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। সবটাই মন দিয়ে শুনে দ্রুত সমাধানের আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। এরপর সেখান থেকে বেরিয়ে তিনি পৌঁছন রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে। স্বামীজিদের উপস্থিতিতে কামারপুকুরের রামকৃষ্ণ মিশন ও মঠের নতুন অতিথি নিবাস, ভোগঘর এবং পার্কিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। একই সঙ্গে এলাকা এবং মঠের উন্নয়নের জন্য রাজ্য সরকারের তরফে ১০ কোটি টাকা বরাদ্দ করার কথাও জানান মুখ্যমন্ত্রী। এরপরেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থানে দাঁড়িয়ে তাঁর বাণী স্মরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'হিন্দু ধর্ম বোঝার জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নেই। এখানেই শ্রীরামকৃষ্ণ, শ্রী মা সারদাদেবী, স্বামী বিবেকানন্দের কর্মক্ষেত্র। এই কামারপুকুরে এলেই তা উপলব্ধি করা যাবে। তাঁরা সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে গিয়েছেন।'পাশাপাশি ফের একবার বাংলা অস্মিতায় শান দিয়ে তিনি বলেন, 'মনে রাখবেন, তাঁরা যে ভাষায় কথা বলতেন, তা কিন্তু বাংলা ভাষাই।'
আরও পড়ুন-নতুন সংকট! মার্কিন ভিসা আবেদনেই লাগতে পারে বড় অঙ্কের বন্ড
শিকাগোয় বিবেকানন্দের হিন্দু ধর্ম প্রচারের কথা তুলে ধরে বাংলার মুখ্যমন্ত্রী সকলের উদ্দেশ্যে বলেন, ‘স্বামীজি বাংলায় কথা বলতেন। আর বলছে নাকি বাংলা বলে কোনও ভাষা নেই।’ তারপরেই হুঁশিয়ারির সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলা ছাড়া ভারত হয় না।’ এরপরেই নাম না করে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ‘বাংলা ভাষা নিয়ে খেলা করবেন না। বাংলা ভাষাকে অসম্মান করার চেষ্টা করবেন না।’ সর্বধর্ম সমন্বয়ের কথা অন্য কারও থেকে শুনতে রাজি নন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘ছোট থেকেই মা-বাবা রামকৃষ্ণদেবদের কথা শিখিয়েছেন। তা মাথায় আছে। যা ব্রেনে আছে, কখনও তা ড্রেনে যাবে না।’ মুখ্যমন্ত্রীর মতে, মানুষের চরিত্র গঠনে অতি গুরুত্বপূর্ণ রামকৃষ্ণ, বিবেকানন্দর বাণী। আর শ্রী সারদা মা শিখিয়েছেন, সহনশীল, ক্ষমাসুলভ হতে। এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’, বিবেকানন্দের ‘তরুণের স্বপ্ন’ বইয়ের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-নতুন সংকট! মার্কিন ভিসা আবেদনেই লাগতে পারে বড় অঙ্কের বন্ড
এই প্রথম নয়, ২১ জুলাইয়ের মঞ্চ থেকেও বাংলা ভাষার অধিকার নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাংলায় একের পর এক উন্নয়নে ভয় পেয়ে বঞ্চনার রাজনীতি করছে বিজেপি। সেই সঙ্গে বাংলা ভাষা রক্ষার দাবিতে দলীয় নেতা-কর্মীদের পথে নামার বার্তাও দিয়েছেন তিনি। এই আবহে বাংলা ও বাঙালির অস্মিতার প্রশ্নকে সামনে আনতেই সংসদের চলতি অধিবেশনে বাংলায় বক্তৃতা করছেন তৃণমূল কংগ্রেস সাংসদেরা।