বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে বুধবার রাস্তায় নেমেছিলেন সরকারি কর্মীরা। সেদিন বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছিলেন ৪৮ জন সরকারি কর্মচারী। ধৃত সরকারি কর্মীদের মুক্তির দাবিতেও আন্দোলন করেন সরকারি কর্মী সংঘটনের সদস্যরা। এই আবহে আজ ধৃত কর্মীদের জামিন দেওয়া হয়। তবে এর সঙ্গে ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে কড়া বার্তাও দিল আদালত।