জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহদের রাজা হয়ে থাকে। প্রতিটি মাসেই সূর্যদেব রাশি পরিবর্তন করে থাকেন। তার প্রভাবে একাধিক রাশির জাতকদের ভাগ্যোদয় হয়। সেই সময় জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাঁরা সাফল্য লাভ করেন। সূর্যের প্রভাবে আগামী ১১ মাস ভালো কাটবে পাঁচটি রাশির জাতকদের। সেই তালিকায় কারা আছেন, তা দেখে নিন -
মেষ রাশি: শুভ ফল লাভ করবেন। এই সময় শত্রুদের পরাজিত করবেন। কর্মক্ষেত্রে আপনার মান-সম্মান বাড়বে। আগের থেকে আর্থিক অবস্থা ভালো হবে। উন্নতি হবে স্বাস্থ্যের। অর্থ লাভ হবে। তার ফলে মজবুত হবে আর্থিক অবস্থা।
মিথুন রাশি: শুভ খবর পেতে পারেন। এই সময় পারিবারিক সম্পর্কে মাধুর্য বাড়বে। যাঁরা চাকরি করেন, তাঁরা শুভ ফল পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। দাম্পত্য জীবন সুখী থাকবে। অর্থ লাভ হবে। তার ফলে আর্থিক অবস্থা মজবুত হবে।
কর্কট রাশি: কর্কট রাশির জাতকদের জন্য এই সময়টা ভালো কাটবে। অর্থ সংক্রান্ত বিষয়ে সাফল্য মিলবে। সমাজে মান-সম্মান বাড়বে। বিনিয়োগের পরিকল্পনা থাকলে তা আপনার পক্ষে লাভজনক হবে। লেনদেনের জন্য সময় ভালো থাকবে।
সিংহ রাশি: এই সময়টা সিংহ রাশির জাতকদের জন্য দুর্দান্ত কাটতে পারে। এই সময় আপনার মান-সম্মান বাড়বে। কর্মক্ষেত্রে অর্থ লাভ হবে। সূর্যের গোচরের ফলে আপনি সাফল্য লাভ করবেন। অর্থ আগমনের নয়া সুযোগ তৈরি হবে। ব্যবসায়ীরা মুনাফা লাভ করবেন।
বৃশ্চিক রাশি: চাকরি পরিবর্তনের বিষয়ে ভাবনাচিন্তা করতে পারেন। ব্যবসায় লাভের যোগ তৈরি হতে পারে। অর্থ লাভের যোগও তৈরি হচ্ছে। উন্নতির যোগ তৈরি হচ্ছে চাকরি এবং ব্যবসায়। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন। এই সময় যে কেউ আপনাকে সাহায্য করতে মুখিয়ে থাকবেন।