সাপ্তাহিক লগ্ন ফলমেষ লগ্নএটা আপনার পারিবারিক প্রত্যাশা পূরণের সপ্তাহ। স্থাবর সম্পত্তি লাভের সুযোগ আসবে। মাতৃকূলের আত্মীয় স্বজনের সাহায্য পাবেন। ব্যবসায়ীক কাজে অগ্রগতি হবে। কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন।বৃষ লগ্নসকল প্রকার বৈদেশিক যোগাযোগের কাজে সাফল্য পাবেন। গণমাধ্যম কর্মীদের ও ইউটিউবারদের নতুন কাজের সুযোগ আসবে। পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। নিজের ব্যবহারের জন্য একটি স্মার্টফোন ক্রয় করতে পারেন।মিথুন লগ্নবকেয়া বিল বেতন আদায়ের উত্তম সময় এটা। খুচরো বিক্রেতাদের প্রত্যাশা পূরণ হবে। খাদ্য ব্যবসায় ভালো লাভের আশা আছে। বাড়িতে শ্যালক শ্যালিকার আগমনের যোগ রয়েছে। সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন।কর্কট লগ্নআপনার পুত্রের কর্মক্ষেত্রে অগ্রগতি হবে। যে কোনও সামাজিক ও সাংগঠনিক কাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে তবে গুপ্ত শত্রুর যোগ রয়েছে। বেকারদের কর্ম লাভের চেষ্টা সফল হবে। ব্যবসায়ীক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের যোগ রয়েছে। হারানো সম্মান ফিরে পাবেন।সিংহ লগ্নএই সপ্তাহে কেনাকাটায় ব্যয় বৃদ্ধি হবে। বৈদেশিক বাণিজ্যে ব্যস্ততা থাকবে। শুল্ক ও কর সংক্রান্ত জটিলতার সমাধানের ক্ষেত্রেও ব্যস্ত থাকতে পারেন। পুরনো আইনগত জটিলতার অবসান হবে। প্রবাসীদের আজ কর্মক্ষেত্রে সাফল্য লাভের সুযোগ রয়েছে।কন্যা লগ্নএই সপ্তাহে চাকরিজীবীদের বাড়তি আয় রোজগারের সুযোগ আছে। ঠিকাদারী ও সাপ্লাইএর ব্যবসায় বকেয়া বিল আদায়ের যোগ রয়েছে। প্রভাবশালী বন্ধুর সাহায্য পেতে পারেন। সাংসারিক জীবনে বড় বোনের কাছ থেকে কোনও সাহায্য পাওয়ার আশা আছে।তুলা লগ্নচাকরিজীবীদের নতুন পদ ও পদবী লাভের সুযোগ আসবে। সাংগঠনিক ক্ষেত্রে সম্মানিত হবেন, তবে এই সময় আপনাকে সাবধানে থাকতে হবে। পিতার শারীরিক অবস্থার উন্নতি হবে। পদস্থ কর্মকর্তা দের থেকে সাহায্য লাভের আশা আছে। রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত হওয়ার প্রস্তাব আসবে।বৃশ্চিক লগ্নএই সপ্তাহটি বিদেশ যাত্রার ক্ষেত্রে সহায়ক হবে। আমদানী রপ্তাণী বাণিজ্যে ভালো লাভ হবে। ধর্মীয় ও আধ্যাত্মীক বা দাতব্য কাজে ব্যয় করুন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সফল হবেন। বিজ্ঞানের গবেষণায় অগ্রগতি বা বৃত্তি লাভের যোগ রয়েছে।ধনু লগ্নঝুঁকিপূর্ণ বিনিয়োগে কিছু আয় রোজগার হবে। ব্যবসায়ীক কাজে অপ্রত্যাশিত উত্থানের সুযোগ আসবে। ব্যক্তিগত ঋণ পরিশোধের চেষ্টায় উন্নতি হবে। বন্ধকি সম্পত্তি উদ্ধারের আশা আছে। চেক সংক্রান্ত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন।মকর লগ্নঅংশিদারী ব্যবসা বাণিজ্যে ভালো আয় করার সুযোগ আছে। চাকরি ছেড়ে নিজের ব্যবসাকে গুছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। দাম্পত্য সুখ শান্তি ফিরে আসবে জীবনে। অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি দ্রুত দেখা দেবে।কুম্ভ লগ্নএই সপ্তাহে আপনার সন্তানের কর্মক্ষেত্রে অগ্রগতির সুযোগ লক্ষ্য করতে পারবেন। জটিল কোনও কাজের দায়িত্ব পেতে পারেন। এতে সহকর্মী সকলের সাহায্য লাভের আশা রয়েছে। মানসিক ভাবে চাঙ্গা থাকার শুভ সময়। শুভ কোনও ঘটনা আপনার কাজের গতিকে বৃদ্ধি করবে।মীন লগ্নপরীক্ষার্থীদের পড়াশোনায় অগ্রগতির সুযোগ রয়েছে। মিডিয়া ব্যবসায়ীদের ভালো কাজের সুযোগ আসবে। এই সপ্তাহে প্রেম ভালোবাসায় সাফল্য লাভের আশা রয়েছে। সন্তানের বিবাহ বা বিদেশ যাত্রার চেষ্টায় অগ্রগতি দেখতে পাবেন।বিশেষজ্ঞ: মনোজিৎ দে সরকারযোগাযোগ: 8777679776