সাপ্তাহিক লগ্ন ফল
মেষ লগ্ন
নিজের রাগ ও জেদ নিয়ন্ত্রণ করতে হবে। সহকর্মী কারও সাহায্যে কাজে দ্রুত অগ্রগতির আশা রয়েছে। ব্যবসায়ীদের কাজে নতুন কর্মচারী নিয়োগ হতে পারে। শারীরিক ও মানসিক ভাবে অনেকটাই চাঙ্গা থাকবেন।
বৃষ লগ্ন
সৃজনশীল কাজে সফল হবেন। প্রেমিক প্রেমিকাদের দেখা সাক্ষাতের সুযোগ আসবে। ব্যবসায়ীক কাজে উদ্ভাবনী বুদ্ধি খাটালে সফল হবেন। অভিনয় ও সঙ্গীত শিল্পীদের নতুন কাজের সুযোগ আসবে। সন্তানের উচ্চ শিক্ষায় অগ্রগতির যোগ রয়েছে।
মিথুন লগ্ন
আত্মীয় স্বজনের সাহায্য লাভের আশা রয়েছে। গৃহ ও আবাসন বিক্রেতাদের ভালো রোজগারের যোগ আছে। মধ্যস্থতার ব্যবসায় ভালো কমিশন লাভের আশা রয়েছে। যানবাহন মেরামতে অর্থ ব্যয় হবে। মায়ের শারীরিক অবস্থার উন্নতি হবে।
কর্কট লগ্ন
বৈদেশিক যোগাযোগে সফল হবেন। স্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ছোট ভাই বোন ও প্রতিবেশীর সাহায্য লাভের আশা রয়েছে। গণমাধ্যমে কাজের সুযোগ আসবে ফ্রি ল্যান্সার ও ইউটিউবারদের আয়ের ক্ষেত্রে সাফল্য আসবে এই সপ্তাহে।
সিংহ লগ্ন
খাদ্য ও পানিয়ের ব্যবসায় লাভ হবে। নতুন করে রেস্তোরা ব্যবসায় বিনিয়োগ বাড়াতে পারেন। সাংসারিক ক্ষেত্রে শ্যালক শ্যালিকার সাহায্য পাবেন। বাণিজ্যে কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। ব্যবসায়ীক বকেয়া টাকা আদায় হওয়াতে সঞ্চয়ে অগ্রগতি হবে। অবৈধ সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার যোগ রয়েছে।
কন্যা লগ্ন
নিজের ব্যর্থতা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। ব্যবসায়ীক কাজে সফল হবেন। কর্মক্ষেত্রে নিজের পরিশ্রম ও সততার মূল্যায়ণ পুরষ্কার পাবেন। জীবন সাথীর সঙ্গে সুসম্পর্ক বাড়বে। অতিরিক্ত আত্মবিশ্বাস ব্যবসায় ক্ষতির কারন হতে পারে।
তুলা লগ্ন
পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে। কাজের প্রয়োজনে দূরে কোথাও যেতে পারেন। প্রবাসীদের ভালো আয় রোজগার হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে সফল হবেন। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ভালো রোজগারের আশা রয়েছে।
বৃশ্চিক লগ্ন
বকেয়া টাকা আদায়ে অগ্রগতি দেখা যাচ্ছে। বন্ধুদের সঙ্গে বহুদিন পর আড্ডা জমে উঠবে। ব্যবসায়ীক বকেয়া আদায়ে সফল হবেন। বড় ভাই বোনের কাছ থেকে উপহার লাভ হবে। চাকরিজীবীদের বাড়তি আয়ের চেষ্টা সফল হবে।
ধনু লগ্ন
চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফল হবেন। প্রশাসনিক ব্যক্তির সাহায্য পাওয়ার আশা রয়েছে। সামাজিক ও সংগঠনিক ক্ষেত্রে অগ্রগতি হবে। পিতার সাহায্যে ব্যবসায় অগ্রগতি হবে। বেসরকারি চাকরিতে উন্নতির আশা রয়েছে।
মকর লগ্ন
অসমাপ্ত উচ্চ শিক্ষায় সফল হতে পারবেন। ব্যবসায়ীক কাজের জন্য দূরে যাত্রার প্রয়োজন হবে। শিক্ষক ও গবেষকদের জন্যে সপ্তাহটি শুভ সম্ভাবনাময়। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে মানসিক প্রশান্তি লাভ হবে।
কুম্ভ লগ্ন
চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ীদের ভালো রোজগার হবে। পাওনাদারের সঙ্গে লেনদেনের জটিলতা দ্রুত মিটিয়ে নিতে হবে। রাস্তঘাটে সাবধানে চলাফেরা করুন। পুলিশী হয়রাণি থেকে সতর্ক থাকুন।
মীন লগ্ন
দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কাজে ভালো রোজগারের যোগ রয়েছে। অংশিদারী ব্যবসায় নতুন বিনিয়োগ বাড়াতে হবে। জীবন সাথীর জন্য নতুন বস্ত্র কেনাকাটা করার যোগ রয়েছে।
বিশেষজ্ঞ: মনোজিৎ দে সরকার
যোগাযোগ: 8777679776