এপ্রিল মাসে বাসন্তী পুজো। এই সময় আবার রাম নবমীও বলা হয়। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে এই পুজো শুরু হয়। চলতি বছর ২ এপ্রিল থেকে নবরাত্রির সূচনা হবে। শেষ হবে ১০ এপ্রিল। নবরাত্রিতে দুর্গার ৯টি রূপের পুজো করা হয়। উত্তর ভারতে এটি চৈত্র নবরাত্রি নামে পরিচিত হলেও, পশ্চিমবঙ্গে এটি বাসন্তী পুজো। জ্যোতিষ মতে, এই বাসন্তী পুজোর সময় কয়েকটি রাশির জাতকরা অর্থ লাভ করবেন। কোন কোন রাশির কথা বলা হচ্ছে, জেনে নিন--বৃষ – সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করবেন এই রাশির জাতকরা। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। সমস্ত কাজে দেবীর আশীর্বাদ থাকবে এই রাশির জাতকদের উপর। কর্মক্ষেত্রে বড়সড় সুসংবাদ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্যও সময় ভালো। কর্কট- বাসন্তী পুজোয় মনস্কামনা পূর্ণ হবে কর্কট রাশির জাতকদের। পরিশ্রমের ফল পাবেন। কোথাও ঘুরতে যেতে পারেন। কোনও আইনি মামলায় জড়িয়ে থাকলে, তাতে সাফল্য লাভ করবেন। অর্থ বৃদ্ধির যোগ রয়েছে। সিংহ- এই রাশির জাতকরা আকস্মিক অর্থ করতে পারেন। আটকে থাকা কাজও সম্পন্ন হবে। পুরনো রোগ থেকে মুক্তি পাবেন সিংহ রাশির জাতকরা। বিদেশে ঘুরতে যেতে পারেন। চাকরিতে পদোন্নতি সম্ভব।তুলা- আর্থিক সাফল্য লাভ করবেন তুলা রাশির জাতকরা। স্বাস্থ্য ভালো থাকবে। আয়ের নতুন পথ উন্মুক্ত হবে।