
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
জ্যোতিষশাস্ত্রে ন'টি গ্রহের বর্ণনা করা হয়েছে। তার মধ্যে শনিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। শনিকে কর্ম এবং ন্যায়ের দেবতা বলা হয়ে থাকে। সেইসঙ্গে শনিকে রোগ, বয়স, অসুস্থতা, জলের মতো বিষয়ের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয় জ্যোতিষশাস্ত্রে। কুম্ভ এবং মকর রাশির অধিপতি হলেন শনি।
আগামী ২৯ এপ্রিল শনি স্বরাশি কুম্ভ রাশিতে গোচর করতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির সেই গোচরের ফলে সেই সময় কুম্ভ রাশির জাতকদের জন্য কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। শনি সবথেকে ঢিমেগতির গ্রহ। সেজন্য যে কোনও রাশির উপর শনির প্রভাব দীর্ঘদিন ধরে থাকে বলে জ্যোতিষশাস্ত্রে বিবেচনা করা হয়।
কুম্ভ রাশিতে শুরু হবে শনির সাড়েসাতির দ্বিতীয় পর্যায়
আগামী এপ্রিলের শেষে শনির রাশি পরিবর্তনের ফলে কুম্ভ রাশিতে সেই গ্রহের সাড়েসাতির দ্বিতীয় পর্যায় শুরু হবে। জ্যোতিষশাস্ত্রে এই পর্যায়কে ‘শিখর’ পর্যায়ও বলা হয়ে থাকে। সেই সময় শনি সাড়েসাতির চরম পর্যায়ে থাকেন। যে পর্যায়কে কষ্টকর বলে জ্যোতিষশাস্ত্রে বিবেচনা করা হয়। কুম্ভ রাশি ছাড়াও কর্কট এবং বৃশ্চিক রাশির জাতকদের সাবধান থাকতে হবে। এই দুটি রাশির উপর আগামী ১২ জুলাই থেকে শনির ঢাইয়া শুরু হতে চলেছে।
১৯ বছরের শনির মহাদশা
শনির মহাদশা ১৯ বছরের হয়ে থাকে। যে রাশির জাতকরা শনির মহাদশার দ্বারা প্রভাবিত হন, তাঁদের জন্মকুণ্ডলীতে ওই গ্রহের অবস্থান দেখতে হয়। শনি কীভাবে আছে, কোন রাশিতে আছেন, তা খুঁটিয়ে দেখতে হয় বলে জানিয়েছেন জ্যোতিষীরা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports