Budh Two Time Gochar: একবার নয়, বুধের এবার ২ টি গোচর এক মাসেই! মেষ সহ একগুচ্ছ রাশিতে সৌভাগ্য বর্ষণ
1 মিনিটে পড়ুন Updated: 14 Apr 2025, 09:00 PM ISTআসন্ন সময়ে বুধের গোচর রয়েছে ২ বার। কোন সময়ে এই ২ বার গোচরে থাকবেন বুধ?
আসন্ন সময়ে বুধের গোচর রয়েছে ২ বার। কোন সময়ে এই ২ বার গোচরে থাকবেন বুধ?
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধদেবের আলাদা মাহাত্ম্য রয়েছে। বুধের অবস্থানের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ যেমন দেখেন, তেমনই বহু রাশির ভাগ্যে উন্নতির রাস্তায় লড়াইও থাকে। আসন্ন সময়ে বুধের গোচর রয়েছে ২ বার। কোন সময়ে এই ২ বার গোচরে থাকবেন বুধ? তা দেখে নেব, তার আগে, দেখা যাক, বুধের পর পর ২ বার গোচরের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন।
মেষ
আপনার ব্যক্তিত্বে উজ্জ্বলতা আসবে। আপনার কাজের দিক থেকে কিছু সঠিক সিদ্ধান্ত আসতে পারে। জীবনে নানান দিক থেকে এমন বহু সাফল্য আসবে, যা আপনার মনোবল বাড়িয়ে দেবে। কাজের সূত্রে কিছু সঠিক সিদ্ধান্ত এই সময় নিতে পারবেন। চাকরিরতরা পাবেন প্রমোশন। ব্যবসা বাড়িয়ে নিতে কিছু পরিকল্পনা সাফল্য় এনে দেবে।
( Curd Making Tips: চাক বাঁধা দই পাততে এই বাসন ভুলেও ব্যবহার করছেন না তো! সেরা পাত্র কোনটি? রইল ৯ টিপস)
কর্কট
এই সময় আপনার কাজ, ব্যবসা ভালোর দিকে যাবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা পাবেন লাভ। ব্যবসায় ভালো সাফল্য আসতে পারে। আপনার আয় হু হু করে বেড়ে যাবে। ব্যবসায়ীরা বালো ধনলাভ করবেন। ব্যবসায়ীদের সময় ভালো কাটবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। কোথাও ধার্মিক যাত্রায় যেতে পারেন।