বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহরা সময়ে সময়ে নিজের রাশি পরিবর্তন করে থাকে। তারফলে সমস্ত রাশির জন্য তার প্রভাব পড়তে থাকে। এদিকে, চলছে শ্রাবণ। আর এই শ্রাবণ মাসে পড়ছে সূর্যের গোচর। আর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রয়েছে সূর্যের গোচর। তবে সূর্যদেব রাশি নয়, নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন। কারা কর লাকি, তা দেখে নিন।
কন্যা
সূর্যের নক্ষত্র পরিবর্তন আপনাদের জন্য বেশ লাভদায়ক হত পারে। আপনি কাজের দিক থেকে লভ পেতে পারেন। ব্য়বসাতেও হতে পারে লাভ। মিডিয়া, মার্কেটিং, ব্যবসার ক্ষেত্রে কিম্বা শিক্ষার ক্ষেত্রে যাঁর জড়িত তাঁরা পেতে পারেন লাভ। টাকা বাসম্পত্তি লাভের নতুন নতু রাস্তা তৈরি হতে পারে। চাকরিতে প্রমোশন বা বেতন বৃদ্ধি হতে পারে। সঙ্গীত, শিল্প কলা, রচনাত্মক কাজে রুচি বাড়তে পারে। আপনার নানান ইচ্ছা পূরণ হতে পরে এই সময়।
( Mangal Entry in Kanya: ২৮ জুলাই থেকে টেনশনের দিক শেষ এই ৩ রাশির! মঙ্গলের কৃপায় কী কী প্রাপ্তি যোগ?)
(Shani shukra astrology: একজোট হচ্ছেন শনি, শুক্র! কপাল ফিরতে পারে একগুচ্ছ রাশির! লাকি কারা?)