বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে, মার্চ মাস গ্রহ গোচরের নিরিখে বিশেষ হতে চলেছে। মার্চ মাসে সূর্য, শনি, সহ একাধিক গ্রহের চাল বদল হতে শুরু করেছে। মাসের শুরুতেই ধন সম্পত্তির দাতা শুক্র নিজের চাল বদল করে মীন রাশিতে বক্রী হতে চলেছে। ১৫ মার্চ রয়েছে বুধের মীন রাশিতে গমন। ১৫ মার্চ গ্রহদের রাজকুমার বুধ মীন রাশিতে অস্ত যেতে চলেছে। ৩০ বছর পর মীন রাশিতে সূর্য ও শনির সংযোগ দেখা যাবে। মার্চের কোন তারিখে সূর্য আর শনির সঞ্চরণ রয়েছে, দেখা যাক। এই একঝাঁক গ্রহদের গতিবিধির জেরে মার্চ মাসে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কারা লাকি, দেখা যাক।
মিথুন
এই সময় বেশ কিছু ব্যবসার ক্ষেত্রে তুমুল লাভ দেখতে পাবেন বহু রাশির জাতক জাতিকারা। লোহা, তেল, খণিজের ব্যবসায়ে যুক্তরা বিপুল লাভের মুখ দেখতে পাবেন। আপনার প্রযুক্তিগত জ্ঞানের জেরে আপনি লাভের মুখ দেখতে চলেছেন। চাকরিরতদের জন্য পরিস্থিতি আগের চেয়ে ভালো। আপনার জন্য উন্নতির যোগ তৈরি হবে। আপনার পৈতৃক সম্পত্তি থেকে সুখ আসতে পারে। বাবার সঙ্গে কোনও কথা নিয়ে ঝামেলা হতে পারে।
কর্কট
আপনারা শনির ঢাইয়া থেকে মুক্তি পাবেন। সূর্য আর শনির যুতি আপনার রাশিতে নবমভাবে তৈরি হবে। আপনার রাশিতে নবমভাবে শুক্র আর শনির যুতি তৈরি হবে। চাকরিরতদের ট্রান্সফার হবে। কেরিয়ারে ভালো সুযোগ আসবে। আয়ের দিক থেকে হু হু করে বৃদ্ধি হবে। ব্যবসায়ীরা ভালো টাকা লাভ করতে পারবেন। দেশ বিদেশের যাত্রায় কোথাও যেতে পারবেন।
কুম্ভ
মার্চ মাস কুম্ভ রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পারেন। শনি আর সূর্যের যুতি আপনার ধনভাবে তৈরি হবে। এই মাস জুড়ে হঠাৎ হঠাৎ করে আকস্মিক ধনলাভ হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। পারিবারিক জীবনে খুশির মেজাজ আসবে। আপনাদের মধ্যে যাঁরা সরকারি ক্ষেত্রে কাজ করেন, তাঁরা সাফল্য পাবেন। আপনার রোজগারও বাড়বে। আপনার কথায় বার্তায় প্রভাব পড়বে। নতুন নতুন কারোর সঙ্গে দেখা হবে। ভবিষ্যতে আপনাদের অনেক লাভের বীজ এখন পোঁতা হবে।
সূর্যের গোচর:-
২৯ মার্চ শনি মীন রাশিতে প্রবেশ করছে, আর ১৪ মার্চ কর্মফলদাতা শনি প্রবেশ করছে মীন রাশিতে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কারা লাকি, দেখা যাক।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )