জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রদেবের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শুক্র হলেন, ধন, প্রেম, ঐশ্বর্য, সুখ সম্পত্তির কারক। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। শুক্রকে সুখ, সম্পত্তি আদির কারক বলে মনে করা হয়। বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে আপাতত শুক্র নিজের উচ্চ রাশি মীনে প্রবেশ করতে চলেছেন। দৃক পঞ্চাঙ্গ অনুসারে শুক্র খুব শিগগিরই প্রবেশ করতে চলেছে মীন রাশিতে। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন।
শুক্র, মীন রাশিতে প্রবেশ করলে তারফলে তৈরি হতে চলেছে মালব্য যোগ। এই মালব্য যোগের হাত ধরে বহু রাশি লাভের মুখ দেখতে চলেছেন। এই মালব্য যোগে কারা কারা লাকি হবে, দেখে নিন।
বৃষ
শুক্র রাশির জাতক জাতিকার জন্য এই রাজযোগ খুবই লাকি। এই রাজযোগ তৈরি হওয়ার ফলে আয়ের নতুন নতুন রাস্তা তৈরি হবে। পুরনো বিনিয়োগ থেকেও হতে পারে লাভ। উন্নতির রাস্তা প্রশস্ত হবে। কোনও জরুরি কাজ বাকি থাকলে তা সম্পন্ন হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। একসঙ্গে দুজনের সময় ভালো কাটবে। ব্যবসায়ীদের জন্য সময় ভালো যাবে। আইনজীবীদের জন্য সময় ভালো কাটবে। টাকার সঠিক বিনিয়োগ হবে। ফলে সম ভালো কাটবে।
( Rafale Marine Aircraft: শত্রুদের কাঁপুনি ধরাতে ফ্রান্স থেকে ২৬ রাফাল মেরিন এয়ারক্রাফ্ট আসছে ভারতে! ‘ডিল’ শীঘ্রই)
( Maha Kumbh 2025: মহাকুম্ভ ২০২৫ কবে থেকে শুরু? মাঝে পড়ছে বহু শুভ তিথি, রইল পূণ্যস্নানের তারিখ)