জ্যোতিষশাস্ত্র মতে, দৈত্যদের গুরু শুক্রের কৃপা যে সমস্ত রাশিতে পড়ে, সেখানে নানান দিক থেকে বিলাস ব্যসন, প্রেম সহ বিভিন্ন উন্নতি হয়। শুক্রের রাশি পরিবর্তন বিভিন্ন রাশির জাতক জাতিকাকে লাভের মুখ দেখায়। রাশি পরিবর্তনের মতোই শুক্রের নানান সময়ে নক্ষত্রেরও পরিবর্তন হয়। আসন্ন সময়ে শুক্রের নক্ষত্র পরিবর্তন হতে চলেছে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকা লাভের মুখ দেখবে। কোন কোন রাশির জাতক জাতিকা শুক্রের কৃপায় সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন, দেখা যাক।
বৃষ
শুক্র যাচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রে। তারফলে এই রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মে বেশি আকর্ষণ হবে। ধার্মিক কাজে আপনার মন লাগবে। চাকরির নতুন সুযোগ পেতে পারেন। নিজের কাজে সন্তুষ্ট হতে পারেন। ব্যবসায় লাভ হবে। কাজের সূত্রে কোথাও যেতে পারেন। বিভিন্নভাবে লাভ হবে। আর্থিক পরিস্থিতি ভালো হবে। লাভ হবে। স্বাস্থ্য নিয়ে সাবধান থাকবেন।
( জামাই ঋষি সুনাকের ‘ভারতীয় মূল্যবোধ’ নিয়ে শাশুড়ি সুধা মূর্তি মুখ খুললেন! বললেন…)
( Shukra Gochar Lucky Rashi: একই মাসে শুক্রের পর পর ২ গোচর আসন্ন! সিংহ সহ অনেকের ভাগ্য ফুলে ফেঁপে উঠবে)
সিংহ
শুক্রের ধনিষ্ঠা নক্ষত্রে গমন আপনাদের জন্য বড়সড় লাভ হিসাবে প্রমাণিত হতে পারে। ব্যাঙ্কে যদি বহু দিন ধরে কোনও ঋণ প্রাপ্তির চেষ্টা করেন,তাহলে তা পূরণ হবে। আকস্মিক ধনলাভ হবে। কোথাও যাত্রা করতে পারেন। কেরিয়ারের দিক থেকে খুব লাভ হবে। ব্যবসায় বুঝে শুনে চলতে হবে, নতুন রণনীতি বানাতে হবে।
মকর
শুক্র প্রবেশ করতে চলেছে মঙ্গলের নক্ষত্রে। তারফলে জীবনে নানান দিক থেকে বিভিন্ন ধরনের আনন্দ আসতে চলেছে। কর্মস্থলে আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন। আপনার কাজের প্রশংসা সব স্তর থেকে পাবেন। সব কাজে ভাগ্যের সহযোগিতা পাবেন। ব্যবসায় যে কৌশলে এগোচ্ছেন তাতে সাফল্য পাবেন। নতুন কোনও রোজগারের সুযোগ পাবেন। ধন রাশি সঞ্চয়ের সুযোগ পাবেন। প্রেম জীবন ভালো কাটতে চলেছে।
কবে রয়েছে এই শুক্রের রাশি পরিবর্তন:- দৈত্যদের গুরু শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন ডিসেম্বর মাসের ২২ তারিখ। সেদিন রাত ১০ টা ২৫ মিনিটে ধনিষ্ঠা নক্ষত্রে শুক্রের প্রবেশ রয়েছে। জ্যোতিষমতে আকাশ মণ্ডলের ২৭ টি নক্ষত্রের মধ্যে ২৩ নম্বর নক্ষত্র হল ধনিষ্ঠা। এই নক্ষত্রের স্বামী মকর আর কুম্ভ। সেই নক্ষত্রেই প্রবেশ হবে শুক্রের।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )