বৈদিক জ্যোতিষ অনুসারে প্রতিটি গ্রহই নিজের মতো করে অবস্থান বদলে ফেলে কিছুটা সময় অন্তর অন্তর। গ্রহগুলির অবস্থান পাল্টানোর সময়ের ওপর নির্ভর করে বহু রাশির জাতক জাতিকার ভাগ্য, এমনই দাবি জ্যোতিষ গণনাপর। শুক্র এমনই একটি গ্রহ, যার সামান্য স্থান পরিবর্তনও পাল্টে দিতে পারে অনেকের ভাগ্য। চলতি মাসে ২৩ অগস্ট ২০২৫ সালে শুক্রের নক্ষত্র পরিবর্তন রয়েছে। ২৩ অগস্ট ধনসম্পত্তির দাতা শুক্র পুষ্য নক্ষত্রে প্রবেশ করছে। এই পুষ্য নক্ষত্রের স্বামী গ্রহ শনিদেব। তারফলে দণ্ডনায়ক শনির নক্ষত্রে যাচ্ছেন স্বয়ং দৈত্যগুরু শুক্র। এর ফলে কিছু রাশি লাভ পাবে। দেখা যাক, তাদের ভাগ্যে কী রয়েছে।
কর্কট
এই সময় আপনার ব্যক্তিত্বে আসবে উজ্জ্বলতা। পাশাপাশি শুক্র গ্রহ আপনার রাশির পঞ্চম আর দ্বাদশ ভাবের স্বামী। এই সময় আপনার সন্তানের সঙ্গে জড়িত কোনও শুভ খবর পেতে পারেন। আপনার টাকার সঞ্চয় এই সময় বাড়বে। আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভ পাবেন। চাকরি ব্যবসায় উন্নতি হবে। সামাজিক মান সম্মান বাড়বে। অবিবাহিতদের বিয়ের যোগ আসবে। দাম্পত্য সুখের হবে।
( মঙ্গল আসছেন রুচক যোগ নিয়ে! সমৃদ্ধির ফোয়ারায় এই ৩ রাশি কী কী পাবে?)
( Trigrahi Yog: টেনশনের দিন শেষ! ১৮ অগস্ট থেকে কপাল খুলবে তুলা সহ ৩ রাশির, কী কী প্রাপ্তি?)
তুলা
শুক্রের নক্ষত্র পরিবর্তন আপনার জন্য কেরিয়ার ও ব্যবসার দিক থেকে লাভদায়ক হবে। শুক্র গ্রহ আপনার রাশির কর্মভাবে রয়েছে। আপনার কাজ ও ব্যবসায় ভালো লাভ আসতে পারে। এই সময় কাজের দিক থেকে ভালো উন্নতি পাবেন। চাকরিরতদের আয় বাড়বে। প্রমোশন হবে। ব্যবসায় নতুন পার্টনারের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। এদিকে, এই রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ে লাভ হতে পারে। চাকরিরতদের কর্মস্থলে লাভ হবে।