বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহগুলি একটি নিশ্চিত সময় পর পর নিজের অবস্থান পাল্টে ফেলে। তেমনই সূর্যদেব ও শনিদেবও নিজের অবস্থান পাল্টে থাকেন। ২৪ জুলাই বিকেলে ৪ টে ৫১ মিনিটে সূর্য ও শনিদেব একে অপরের ১২০ ডিগ্রি কোণে অবস্থান করবেন। তারফলে নবপঞ্চম যোগ তৈরি হবে। তারফলে নবপঞ্চম যোগ একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। কারা লাকি হবেন ২৪ জুলাই থেকে? রইল রাশিফল। সেখানেই দেখে নিন কারা লাকি।
মেষ
শনিদেব এই রাশির দ্বাদশভাবে অবস্থান করছেন আর সূর্যদেব চতুর্থভাবে বিরাজমান। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে। যে সমস্যা বহুদিন ধরে ভোগাচ্ছে, তা থেকে পেতে পারেন মুক্তি। পরিবারে চলা সমস্যা থেকে মুক্তি পাবেন। কোনও খরচ বাড়তে থাকলে, তা সেই আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। চাকরিরতদের পরিশ্রমের দ্বারা লাব আসতে পারে। আপনার কাজের প্রশংসা হবে। উন্নতির সঙ্গে সঙ্গে আসবে টাকা, ধন সম্পত্তি।
( Jagdeep Dhankhar resigns: উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা জগদীপ ধনখড়ের! রাষ্ট্রপতির কাছে চিঠিতে লিখলেন…)
তুলা
আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এই যোগ। আপনার পরিশ্রমের ফল আপনি এবার পেতে আরম্ভ করবেন। আপনি কোনও কোনও ক্ষেত্রে পেতে পারেন সাফল্য। আপনি সাফল্য পাবেন পরিশ্রমের হাত ধরে। শত্রুদের হারিয়ে জয় ছিনিয়ে আনতে পারেন। এই সময়কালে সমস্ত পরিস্থিতি আপনার পক্ষে থাকবে। আপনার সব কাজ সফল হবে।
বৃশ্চিক
এই সময় অপার সাফল্য পেতে পারেন। জীবনে পেতে পারেন সুখ শান্তি। চাকরিরতদের জন্য এই সময় খুবই লাভদায়ী হবে।জীবনে আসতে পারে সুখ শান্তি। চাকরিরতদের জন্য এই সময়টা খুবই ভালো। নতুন চাকরি যাঁরা খোঁজ করছেন, তাঁরা পেতে পারেন সুখবর। আপনার কাজ দেখার পর আপনার ঘাড়ে আসতে পারে বড় দায়িত্ব। বেতন বৃদ্ধির যোগের সঙ্গে পদোন্নতির যোগও রয়েছে। সমাজে বাড়তে পারে মান সম্মান।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)