দৈত্য়দের গুরু শুক্র ২৬ দিনে একবার নিজের রাশি পরিবর্তন করেন। তার প্রভাব সমস্ত রাশির জাতক জাতিকাদের ভাগ্যেই পড়তে থাকে। এদিকে, ধীর গতিতে চলেন কর্মফলদাতা শনিদেব। এবার এই শনিদেবের সঙ্গেই শুক্রের যুতি হতে চলেছে বছরের শেষলগ্নে। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। সদ্য ২৮ ডিসেম্বর রাতেই শুক্র ও শনির মধ্যে যুতি তৈরি হবে। শনি শুক্রের যুতি, নতুন বছরে অনেকের ভাগ্যেই ব্যাপক উন্নতি আনতে চলেছে। দেখা যাক লাকি কারা।
শনি ও শুক্রের যুতি কবে?
২৮ ডিসেম্বর রাত ১১ টা ২৮ মিনিটে কুম্ভ রাশিতে শুক্রের প্রবেশ হবে। শনিদেব আগে থেকেই রয়েছেন কুম্ভে। তারফলে বহু রাশি লাভবান হবে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলছেন। শনি ও শুক্রের যুতি কাদের লাভ দেবে দেখা যাক।
বৃষ
প্রফেশনলার জীবনের দিক থেকে এই সময়কাল খুবই শুভ। চাকরিতে ভালো প্রভাব পড়বে। নতুন কোনও চাকরির সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা ভালো কোনও ডিল পেতে পারেন। জীবনসঙ্গীর থেকে কোনও টাকা রোজগারের সুযোগ আসতে পারে। আর্থিক উন্নতির সংকেত রয়েছে। ধন সম্পত্তি বাড়তে পারে। আটকে থাকা কাজ এবার সম্পন্ন হতে পারে।
কর্কট
শনি ও শুক্রের যুতি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ফলদায়ী। আকস্মিক ধনলাভ হতে পারে এই সময়। আর্থিক নানান সংকটেক দিক এবার আস্তে আস্তে মীমাংসা হবে। চাকরিতে উন্নতির সঙ্গে সঙ্গে আয়েও বৃদ্ধি হতে পারে।
তুলা
এই সময় সৌভাগ্য তুঙ্গে থাকবে। গাড়ি, বাড়ি, জমি কেনার সবচেয়ে বেশি সুযোগ আসবে এই সময়। পরিবারের সঙ্গত পাবেন। মান সম্মান বাড়বে। নিজের মানসিকতা, আবেগে নিয়ন্ত্রণ রেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
মকর
সব দিক থেকে বিপুল সাফল্য পাবেন। শুক্র আর শনির যুতি আপনাদের জন্য দারুন লাভদায়ী হবে। প্রেম জীবন ভালো কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। রোজগারের দিক থেকেও উন্নতি হবে। অবিবাহিতদের বিয়ের যোগ দেখা যাবে।
কুম্ভ
কর্মস্থলে নতুন নতুন দায়িত্ব পাবেন। বেতন বৃদ্ধির যোগ দেখা যাবে। ব্যবসায়িক দিক থেকে ভালো পরিস্থিতি তৈরি হবে। সুখ সমৃদ্ধি বাড়তে পারে। কোনও পদ পেতে পারেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )