জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল হলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ নবগ্রহের মধ্যে। জ্যোতিষ গণনা বলছে, জাতক জাতিকার কর্মে নিরিখে ফল দেন শনিদেব। আর আত্মবিশ্বাস, উদ্দীপনা, সাহসের কারক হলেন সেনাপতি মঙ্গল। এই দুই গ্রহের অবস্থানের পরিবর্তন ১২ রাশির জাতক জাতিকার ওপর পড়তে আরম্ভ করে। এবার আসন্ন ৯ ফেব্রুয়ারি, শনি ও মঙ্গল একে অপরের নবম ও পঞ্চমভাবে একটি বিশেষ অবস্থানে আসতে চলেছেন। তৈরি হবে নবপঞ্চম যোগ। তার প্রভাবে ভাগ্যে সোনার চমক আসতে পারে একাধিক রাশির জাতক জাতিকার। দেখে নেওয়া যাক, লাকি কারা।
কর্কট
নবপঞ্চম যোগের প্রভাবে কর্কট রাশির জাতক জাতিকারা নানান দিক থেকে লাভ পাবেন। অপার ধনলাভের যোগ রয়েছে। মান সম্মান হু হু করে বাড়তে পারে। আপনাদের ভাগ্যে মুনাফাও বৃদ্ধি হতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যেতে পারে। ধনলাভের যোগ তৈরি হবে। তবে বিনা কারণে খরচ থেকে বিরত থাকতে পারেন। বিভিন্ন কারণে এই সময় দারুন খুশি হতে পারেন।
( Booth-wise vote Data:'বুথ ভিত্তিক ভোটের তথ্য আপলোড করছে না EC', অভিযোগ কেজরির, ফল ঘোষণার আগের দিন আপ খুলল নয়া ওয়েবসাইট)
( Jeet Adani Weds Diva Shah: হিরে ব্যবসায়ীর কন্যা দিভার সঙ্গে আদানি-পুত্র জিতের বিয়ে আজ! আমন্ত্রিত কতজন? কোথায় বসছে আসর?)
মীন
নবপঞ্চম যোগ খুবই বিশেষ প্রভাব ফেলতে পারে মীন রাশির জাতক জাতিকাদের উপর। এই সময় সুখ সুবিধা হু হু করে বাড়তে পারে। কেরিয়ারে যে সমস্ত চাপ চলছে, তা থেকে পেতে পারেন মুক্তি। ব্যবসায় আপনি নিজের প্রতিদ্বন্দ্বীদের কড়া টক্কর দিতে পারেন। জীবনে আসতে পারে দারুন আরাম। পার্টনারের সঙ্গে চলমান সমস্যা এবার সমাপ্তির দিকে যেতে পারে।