Shani Trayodashi in December 2024: শনিবার যখন প্রদোষ পড়ে তখন তাকে শনি ত্রয়োদশী বলা হয়। এই দিনটি ভোলেনাথ মা পার্বতী ও ভগবান শনির পুজোর জন্য বিশেষ। বিশ্বাস করা হয় এইদিন উপবাস করলে অনেক লাভ পাওয়া যায়, যেমন মানসিক ব্যাধি থেকে মুক্তি, সুখ-সমৃদ্ধি বৃদ্ধি, কর্মে সাফল্য। আসুন জেনে নিই এ সম্পর্কে।