জ্যোতিষশাস্ত্রমতে শনিদেবের আলাদা মাহাত্ম্য রয়েছে। শনিদেবের বক্রী চালে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। আসন্ন সময়ে শনিদেবের বক্রী চাল আসার কথা রয়েছে জ্যোতিষশাস্ত্রমতে। ২০২৫ সালেই নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন শনিদেব। শনি সেখানে প্রায় ১৩৮ দিন থাকতে চলেছেন। আসন্ন সময়ে শনিদেব একাধিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে বিপুল সাফল্য আনতে চলেছেন। দেখা যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
কর্কট
শনির মীন রাশিতে বক্রী হওয়া এই রাশির জাতক জাতিকাদের জন্য বেশ তাৎপর্যপূর্ণ ঘটনা। ভাগ্যের পুরো সমর্থন পাবেন এই সময়। দীর্ঘদীন ধরে আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হবে। টাকা সম্পত্তিতে উন্নতির রেখা স্পষ্ট হবে। হঠাৎ করে ধনলাভ হবে। আপনার বহু ইচ্ছা পূরণ হবে। স্বাস্থ্য ভালোর দিকে যাবে।
মীন
এই রাশির জাতক জাতিকারা বিভিন্নভাবে লাভ পাবেন। শনির বক্রী চালে অনেকেই রাজার সমান লাভ পাবেন। প্রতি ক্ষেত্র থেকে আসবে সমৃদ্ধি। আধ্যাত্মের দিকে আপনার খুবই আকর্ষণ থাকবে। জীবনে আসবে শান্তি ও সমৃদ্ধি। আধ্যাত্মে আপনার খুবই ঝোঁক বাড়বে। স্বাস্থ্যের ক্ষেত্রে সজাগ থাকতে হবে।
( MP News: ইডি হানার পরই দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার, ন্যায় যাত্রার সময় তাদের সন্তান পিগি ব্যাঙ্ক দিয়েছিল রাহুল গান্ধীকে)
(Bangladesh Latest: বাংলাদেশের মাধবপুরে বাজেয়াপ্ত কয়েক কোটির ভারতীয় পণ্য,বের হল কিটক্যাট চকোলেট, লজেন্স-Report )
( Bangladesh Temple Update: বাংলাদেশে অব্যাহত অশান্তি! জামালপুরে কালীমন্দিরে ভাঙচুর, গয়না লুটের অভিযোগ- Report)
( 'পিঠ ঠেকে গিয়েছে দেওয়ালে’,বাংলাদেশে ইসকনের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রাধারমন দাস)
বৃষ
এই রাশিতে শনি একাদশভাবে বক্রী হবেন। পরিবারে চলা সমস্যা এবার সমাপ্ত হতে পারে। জীবনে সুখ, শান্তি আসতে পারে। শিক্ষার ক্ষেত্রে খুব লাভ মিলবে। চাকরিরতদের জন্য এই সময় খুবই শুভ। আপনার পদোন্নতি আসতে চলেছে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। কোনও ঋণ থেকে মুক্তি পাবেন। প্রতি ক্ষেত্রে অপার সাফল্য পাবেন। আকস্মিক ধনলাভ হবে।
কবে রয়েছে এই বক্রী চাল?
২০২৫ সালে ১৩ জুলাই নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ থেকে বেরিয়ে শনি, মীন রাশিতে প্রবেশ করবে। ১৩ জুলাই, ২০২৫ সকালে ৯ টা ৩৬ মিনিটে শনি বক্রী হতে চলেছেন। শনির এই উল্টো চালেই ভাগ্যের চাকা ঘুরবে উপোরোক্ত রাশিগুলির।