Rahu to enter in Kumbh: কুম্ভে প্রবেশ করবেন রাহু , এই ৩ রাশির জীবনে শুরু হবে সুদিন?
1 মিনিটে পড়ুন Updated: 03 Apr 2025, 09:00 PM IST- তে গোচর করছে এবং ১৮ মে শনির অধিপত্যপূর্ণ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। রাহুর কুম্ভ রাশিতে আগমনে কিছু রাশির কর্মজীবন, ব্যবসা এবং পারিবারিক জীবনে লাভ হবে। জেনে নিন রাহুর গোচর কোন কোন রাশিকে লাভান্বিত করবে- - মেষ রাশির জাতকদের জন্য রাহুর কুম্ভ গোচর অনুকূল থাকবে। রাহু মেষ রাশির ১১তম ভাবে গোচর করবে। রাহুর প্রভাবে কর্মক্ষেত্রে ভালো সুযোগ পাওয়া যাবে। চাকরিতে পদোন্নতির সাথে আয় বৃদ্ধি হতে পারে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। পরিবারের সাথে সুন্দর সময় কাটানো যাবে। আর্থিক অবস্থা শক্তিশালী হবে।
( )
২. কন্যা রাশি- রাহু কন্যা রাশির ষষ্ঠ ভাবে গোচর করবে। কন্যা রাশির জাতকদের রাহু গোচরের প্রভাবে কাজের বাধা-বিঘ্ন দূর হবে। চাকরিজীবীদের উন্নতির সুযোগ পাওয়া যাবে। স্বাস্থ্যের উন্নতি হবে। বিনিয়োগের ভালো ফল পাওয়া যাবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাওয়া যাবে। ভাগ্যের সহায়তা পাওয়া যাবে। আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হবে।
৩. ধনু রাশি- ধনু রাশির জাতকদের জন্য রাহুর গোচর অনুকূল থাকবে। রাহু ধনু রাশির তৃতীয় ভাবে গোচর করবে। ভ্রমণে লাভ হবে। পারিবারিক কলহ দূর হবে। কাজে নিজের প্রতিভার প্রকাশের সুযোগ পাওয়া যাবে। সহকর্মীর সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজে সফলতা অর্জন করা যাবে। কর্মক্ষেত্রে উন্নতির দ্বার উন্মোচিত হবে। আর্থিক দিক শক্তিশালী হবে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
আজকের রাশিফল