1 January 2025 Lucky Rashi: ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে লাকি কারা? দুই গ্রহের কৃপায় ভাগ্যে সোনার চমক বৃশ্চিক সহ বহু রাশির
1 মিনিটে পড়ুন Updated: 30 Dec 2024, 11:00 PM IST১ জানুয়ারি ২০২৫ লাকি রাশি কারা, দেখে নিন জ্যোতিষমতে।
১ জানুয়ারি ২০২৫ লাকি রাশি কারা, দেখে নিন জ্যোতিষমতে।
২০২৫ সালের ইংরেজি ‘নিউ ইয়ার’র প্রথম দিন থেকেই লাকি হবেন বেশ কয়েকটি রাশি। এমন সৌভাগ্য খুব অল্প কয়েকজনেরই রয়েছে। ১ জানুয়ারি, ২০২ সালে মঙ্গল ও চন্দ্রের কৃপায় তৈরি হচ্ছে শক্তশালী ধনযোগ। আর তার ফলে নববর্ষের প্রথম দিন থেকে লাভের মুখ দেখতে চলেছেন, একাধিক রাশির জাতক জাতিকারা। কারা কারা লাকি হবেন? কাদের সৌভাগ্য তুঙ্গে থাকবে? দেখে নিন।
বৃষ
গত কয়েকদিন ধরে চলতে থাকা সমস্যা এবার সমাপ্তির দিকে যাবে। কর্মস্থলে আপনি নানান দিক থেকে পেতে পারেন লাভ। আপনি সবক্ষেত্রে সাফল্য পাবেন। আপনার কাজের প্রশংসা হবে। আপনি কোনও কাজ ভেবে থাকলে, তা থেকে পাবেন বিপুল লাভ। পড়ুয়াদের জন্য এই সময়কাল খুবই তাৎপর্যপূর্ণ। ছাত্রদের জন্য এই যোগ শুভ। পার্টনারের সঙ্গে সময় ভালো কাটবে।
(আরও পড়ুন- Poush Somvati Amavasya 2024 Tithi: ২০২৪ পৌষের সোমবতী অমাবস্যা পড়ে গিয়েছে, তিথি কতক্ষণ থাকবে? রইল পঞ্জিকামত )
বৃশ্চিক
২০২৫ সাল আপনার জন্য খুবই লাকি হবে। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। আপনি যে কাজে পরিশ্রম করবেন, সেই কাজেই আসবে বিপুল লাভ। সংঘর্ষ, লড়াই করে কোনও কিছু জিতে নেওয়ার মজা আপনি অবশ্যই পাবেন। ব্যবসায় ভালো লাভ পাবেন। উন্নতির রাস্তা হবে প্রশস্ত। বেতন বাড়বে। পরিবারের সঙ্গে সময় ভালো কাটবে। আকস্মিক ধনলাভ হতে পারে।
ধনু
কর্মক্ষেত্রের দিক থেকে দেখলে, এই সময়কালে বোনাস পেতে পারেন। নতুন বছর আপনার জন্য খুব ভালো হবে। আপনার অফিসের উর্ধ্বতন কর্মীরা আপনার প্রশংসা করবেন। কোর্ট কাছারির মামলায় আইনি দিক থেকে বিস্তর সাফল্য পাবেন। চাকরিতে মনের মতো ট্রান্সফার পাবেন। ব্যবসায়ীদের জন্য নতুন বছর ভালো যাবে। পরিবারের সঙ্গে সময় ভালো কাটবে। দাম্পত্য জীবন আনন্দে ভরে যাবে।