বাংলা নিউজ > ভাগ্যলিপি - Ajker Rashifal > Budh Vakri 2025 Lucky Zodiac signs: হোলি ২০২৫র পর থেকেই সৌভাগ্যের ফোয়ার ছুটতে পারে বৃষ সহ ৩ রাশিতে! থাকবে বুধের কৃপা
পরবর্তী খবর
Budh Vakri 2025 Lucky Zodiac signs: হোলি ২০২৫র পর থেকেই সৌভাগ্যের ফোয়ার ছুটতে পারে বৃষ সহ ৩ রাশিতে! থাকবে বুধের কৃপা
Mercury Retrograde: জ্যোতিষশাস্ত্র মতে, বক্রী বুধ একাধিক রাশির জাতক জাতিকাকে নানান দিক থেকে সাহায্য করবেন। তারফলে ওই জাতক জাতিকাদের ভাগ্যে উন্নতি থাকবে তুঙ্গে। কারা লাকি হতে পারেন? দেখে নিন।
হোলি মিটতেই বুধের কৃপায় বিশেষ লাভ বহু রাশির।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধের বিপুল মাহাত্ম্য রয়েছে। গ্রহদের রাজকুমার বুধের গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখও যেমন লাভের মুখ দেখেন, তেমনই আবার লড়াইও জারি রাখতে হয়। হোলি ১৪ মার্চ ২০২৫ সালে সম্পন্ন হতেই, ১৫ মার্চ বুধ হতে চলেছেন বক্রী। জ্যোতিষশাস্ত্র মতে, বক্রী বুধ একাধিক রাশির জাতক জাতিকাকে নানান দিক থেকে সাহায্য করবেন। তারফলে ওই জাতক জাতিকাদের ভাগ্যে উন্নতি থাকবে তুঙ্গে। কারা লাকি হতে পারেন? দেখে নিন।
বৃষ
বুধের বক্রী অবস্থার ফলে বৃষ রাশির জাতকদের জন্য শুভ সময় নিয়ে আসছে। কারণ বুধ আপনার রাশিতে আয় এবং লাভের জায়গায় বিপরীতমুখী হবে, যা আর্থিক লাভের অনেক নতুন সুযোগ প্রদান করতে পারে। এই সময়ের মধ্যে আয়ের ব্যাপক বৃদ্ধি হবে। নতুন নতুন উৎস থেকে টাকা রোজগারের সুযোগ আসবে। চাকরি ব্যবসায় বোনাস পেতে পারেন। নতুন ব্যবসায়ী উদ্যোগে সাফল্য পেতে পারেন। আমদানি, রপ্তানির ব্যবসার ক্ষেত্রে বিশেষ লাভ পেতে পারেন।
বুধ বক্রী হতেই ভাগ্যে অপার লাভের সংকেত দিতে শুরু করবেন। আদালত সংক্রান্ত বিষয়ে সাফল্য পাবেন। বুধ আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে বিপরীতমুখী হবে, যার কারণে বিচারিক বিষয়ে বিজয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখ ও শান্তির পরিবেশ থাকবে। এই সময়ের মধ্যে, বাড়ি বা সম্পত্তিতে বিনিয়োগ করা সঠিক হবে। ভাগ্য আপনার পাশে থাকবে, ভাগ্য উজ্জ্বল হতে পারে। কোনও ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। বিনিয়োগের নতুন সুযোগ আসবে। অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে শক্তিশালী হবে।