জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গলের বক্রী হওয়ার বেশ কিছুটা গুরুত্ব রয়েছে। মঙ্গল বক্রী অবস্থায় চলবেন, এর অর্থ হল, মঙ্গল, নিচ স্থিতিতে পিছনে চলতে শুরু করবেন। নিচ স্থিতিতে মঙ্গল মানেই, মঙ্গলের অবস্থান দুর্বল হবে। তবে তার পরও মঙ্গল, পুরনো বাধা ও কমজোরি অবস্থার মোকাবিলা করতে পারবে। আসন্ন সময়েই রয়েছে মঙ্গলের বক্রী অবস্থান। তারফলে কারা সৌভাগ্যের মুখ দেখতে চলেছেন, তা দেখা যাক।
কন্যা
মঙ্গলের বক্রী চাল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংবাদ নিয়ে আসছে। কর্মস্থলে আপনার দায়িত্ব বাড়বে। চাকরিরতদের কাজের প্রশংসা হবে। ভালো রোজগারের সংকেত পেতে থাকবেন। রোজগার বেড়ে যাওয়ায় আপনার আমদানি বাড়বে। ভবিষ্যতের জন্য কোনও নতুন যোজনা তৈরি হতে পারে। কোনও পুরনো নিবেশ থেকে বড় লাভ আসতে পারে। মানসিক শান্তি পাবেন। আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে।
( Ma Lakshmi favorite zodiacs:মা লক্ষ্মীর কৃপাধন্য এই ৫ লাকি রাশির মধ্যে আপনারটিও আছে কি? দেবী কৃপায় অর্থভাগ্য থাকে তুঙ্গে)
( Viral Brain Teaser: এই শার্টে কয়টি কাটা অংশ আছে বলুন তো? অনেকেই ডাহা ফেল, আপনি পারবেন তো! রইল ব্রেন টিজার)
( On Manipur BJP and Congress war of words: হিংসায় ক্লান্ত মণিপুর! চিদাম্বরমের পোস্ট ঘিরে তুঙ্গে বিজেপি-কংগ্রেস বাকযুদ্ধ)
তুলা
মঙ্গলের বক্রী অবস্থার সময়কালে আপনি আধ্যাত্মের দিকে ঝুঁকে থাকবেন। কোনও তীর্থ যাত্রায় যেতে পারবেন। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা পাবেন লাভ। নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন। আপনার আর্থিক পরিস্থিতি ভালো হবে। জীবনে নানান দিক থেকে আসবে স্থিরতা। নতুন কোনও সম্ভাবনা তৈরি হবে।
( Mamata on WB Police: CID-তে রদবদলের ডাক মমতার! কয়লা-বালি চুরি নিয়ে ক্ষোভের সুরে বললেন ‘পুলিশেরও কিছু লোক টাকা খেয়ে..’)
মীন
জীবনে বাড়বে সুখ সবিধা। যাঁরা প্রতিযোগিতা পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, তাঁরা সাফল্য পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে সময় ভালো কাটবে। কোনও সুখবর পেতে পারেন। এমন কোনও সুখবর পেতে পারেন, যা আপনি স্বপ্নেও ভাবতে পারেননি। বাড়িতে আসতে পারে নতুন সম্পত্তি। আসতে পারে বাড়ি, গাড়ি। পরিবারে আনন্দের রেশ বইবে।
কবে হবে মঙ্গল বক্রী: আগামী ৭ ডিসেম্বর মঙ্গল বক্রী অবস্থায় যেতে চলেছে। আর এই অবস্থায় গ্রহদের সেনাপতি মঙ্গল থাকবেন ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।