বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলের আলাদা মাহাত্ম্য রয়েছে। সম্পত্তি, ক্রোধ, সম্পত্তির কারক মনে করা হয় মঙ্গলকে। মঙ্গলের চলার পথে সামান্য বদল আসলেও তার প্রভাব সবচেয়ে বেশি পড়ে বেশ কয়েকটি রাশির উপর। ২০২৫ সালের শুরুতেই মঙ্গল বক্রী অবস্থায় মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন। তারফলে অনেকেরই ভাগ্যে চমক আসতে চলেছে। বেশ কিছু রাশিতে এই মঙ্গলের বক্রী অবস্থার প্রভাব পড়তে চলেছে। তার ফলে একাধিক রাশির জাতক জাতিকার লাভ আসতে চলেছে। কারা কারা লাভ পেতে চলেছেন?
তুলা
মিথুনের মঙ্গলের গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। মঙ্গলদেব আপনার গোচর কুণ্ডলীতে নবম স্থানে রয়েছেন। আপনার ভাগ্য, সব সময় আপনার সঙ্গে থাকবে। কাজের সূত্রে কোথাও যেতে পারেন। কাজ বা কর্মস্থলের ক্ষেত্রে রোজগারে তীব্র উন্নতি আসতে চলেছে। আয় বাড়বে। তাতে চাকরিতে স্থিরতা বাড়বে। আর জীবনযাপনে লাভ আসতে চলেছে। আয়ের সূত্র বাড়তে থাকবে। এই সময় ধার্মিক ও মাঙ্গলিক কাজে উন্নতির রাস্তা বাড়বে। সব কাজে পাবেন লাভ। বাবার থেকে লাভ পাবেন।
মেষ
মঙ্গল গ্রহ তৃতীয় ভাবে বক্রী হতে চলেছেন। তারফলে পরাক্রম বৃদ্ধি হতে পারে। এই সময় সাহস আর পরাক্রম বৃদ্ধি হতে পারে। ধন সম্পত্তির প্রাপ্তি হবে। বিদেশের সঙ্গে জড়িত কাজের ক্ষেত্রে লাভ প্রবল হতে পারে। যদি নতুন চাকরির খোঁজ করেন, তাহলে প্রবল লাভ হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাঁরা যোগ দিচ্ছেন, তাঁরা বিপুল লাভ পেতে পারেন। ভাই বোনদের থেকে অনেক ধরনের সহযোগিতা পাবেন।
মীন
মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন শুভ ফলদায়ী হতে পারে। মঙ্গল গ্রহ আপনার রাশির চতুর্থভাবে বিরাজ করছেন। আপনার এই সময় সুখ সুবিধা বৃদ্ধি হতে পারে। ধন সম্পত্তি সম্পর্কিত ক্ষেত্রে আপনি লাভ পেতে পারেন। কোথাও টাকা আটকে থাকলে, তা এবার হাতে আসার সময় হয়ে গেল। কোথাও বিনিয়োগ করলে, তা থেকে বিপুল লাভ পেতে পারেন। জমি সংক্রান্ত ক্ষেত্রে যাঁদের ব্যবসা, তাঁরা বিপুল লাভ পেতে পারেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )