বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল হলেন, সাহস পরাক্রম আর দ্রুততার কারক। এই মঙ্গলের কৃপা থাকলে পরাক্রম,সাহস সব কাজের মধ্যে দেখা যায়। অনেকেই মঙ্গলদেবের এই সাহসের জন্য তাঁকে গ্রহদের সেনাপতি বলে থাকেন। পরের মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে মঙ্গল নিজের স্বরাশি বৃশ্চিকে প্রবেশ করতে চলেছেন। তাতে তৈরি হবে রুচক রাজযোগ। তারফলে একগুচ্ছ রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কারা কারা লাভবান হবেন, দেখে নিন।
সিংহ
জ্যোতিষশাস্ত্র অনুসারে কালীপুজোর আগেই রয়েছে রুচক যোগ। এই যোগ আপনাদের জন্য লাভদায়ক হতে পারে। বিভিন্ন পার্থিব সুখ এই সময় পেতে পারেন। চাকরি ব্যবসায় উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং থেকে আপনি কেরিয়ার আগে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিপুল লাভ পেতে পারেন। এই সময় কিনতে পারেন গাড়ি, সম্পত্তি।
( SC on DA case: ‘দ্রুত শুনানি’, রাজ্যের আবেদন ফিরিয়ে DA কেসে পরবর্তী তারিখ জানাল সুপ্রিম কোর্ট ! তথ্য একনজরে)( প্রসবের সময় কাঁধ থেকে কাটা গিয়েছে সদ্যোজাতর হাত? তুঙ্গে চাঞ্চল্য সরকারি হাসপাতালে, শুরু তদন্ত)