জ্যোতিষশাস্ত্রে মঙ্গলদেবকে সেনাপতি বলা হয়। এই মঙ্গলের সামান্য উর্ধ্বগতি বা নিম্নগতি বহু রাশির জাতক জাতিকাদের রাশিফলে প্রভাব ফেলতে পারে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে থাকেন। আবার কিছু রাশির জাতক জাতিকারা কষ্টের মুখে পড়েন। এবার ১৮ মাস পর মঙ্গল যাচ্ছেন নিজের ঘরে। মঙ্গলের এই গমনে কারা লাকি? তার হদিশ দিচ্ছে রাশিফল।
সিংহ
আপনার রাশিতে সম্পত্তি আর পার্থিব সুখের স্থানে এবার মঙ্গলের বিচরণ করতে যাচ্ছেন। এই সময় আপনি কিনতে পারেন সম্পত্তি। জমি জায়গা ক্রয় বিক্রয় থেকে লাভ পাবেন। আপনি পৈতৃক সম্পত্তি থেকেও লাভ পাবেন। যাঁরা চাকরি করেন, তাঁদের কপালে লাভের যোগ রয়েছে। প্রমোশনের যোগ রয়েছে এই সময়। ব্যবসায় আপনার অংশীদারের সঙ্গে কাজে উন্নতির সুযোগ পাবেন।
( Virat Kohli New Look: উঁকি দিচ্ছে পাকা দাড়ি? লন্ডনে এ কোন বিরাট! ভাইরাল ছবি ঘিরে নেটপাড়া মশগুল)
( Pratiyuti Yog: দণ্ডনায়ক শনিদেব আনছেন ৩ রাশিতে সুখের বর্ষণ! প্রতিযুতি যোগে প্রাপ্তিযোগ কাদের?)
কুম্ভ
কর্মস্থলের দিক থেকে তুমুল উন্নতির যোগ রয়েছে। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা এই সময় ভালো চাকরি পেতে পারেন। এই সময় সব ক্ষেত্রে আপনি সহযোগিতা পাবেন। চাকরি ব্যবসায় উন্নতি হবে। দীর্ঘ দূরত্বের কোথাও যাত্রা করতে পারেন। ব্যবসায়ীরা ভালো রোজগার করবেন। রিয়েল এস্টেট, প্রপার্টির ব্যবসায় যাঁরা যুক্ত, তাঁরা পাবেন লাভ।
তুলা
মঙ্গল গ্রহ আপনার রাশিতে ধন সম্পত্তি আর বাণীর স্থানে রয়েছে। এই সময় আপনি বিভিন্ন সময় আকস্মিক ধনসম্পত্তি পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও মধুর হবে। এই সময় পার্টনারশিপে কোনও কাজ করতে পারেন। পড়ুয়াদের জন্য এই সময়কাল ভালো। আসতে পারে সাফল্য। বিদ্যার্থীদের জন্য এই সময় পড়াশোনায় সাফল্য আসতে পারে। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হতে পারে।
মঙ্গলের গোচর কবে?
মঙ্গলের এই গমন হতে চলেছে সেপ্টেম্বরে। এই সেপ্টেম্বর মাস হল দুর্গাপুজোর মাস। এই মাসেই মঙ্গলের গোচর রয়েছে। তার দ্বারা অনেক রাশির জাতক জাতিকারা লাভের মুখে পড়তে চলেছেন।