জ্যোতিষমতে প্রতিটি গ্রহেরই স্থান পরিবর্তনের ফলে বেশ কিছুটা প্রভাব পড়তে থাকে জাতক জাতিকাদের কপালে। জাতক জাতিকাদের ভাগ্যে গ্রহদের অবস্থানের নিরিখে নানান সময় নানান সমস্যা যেমন দেখা দেয়, তেমনই নানান সময় পরিস্থিতি ইতিবাচকও হয়ে ওঠে। এমনই জ্যোতিষমত। আসন্ন সময়ে সেনারপতি মঙ্গল ৪৫ দিনের মধ্যে রাশি পরিবর্তন করে থাকেন। সেনাপতি মঙ্গল ১০ অগস্ট যমের সঙ্গে সংযোগ স্থাপন করবেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। আবার কিছু রাশিতে সমস্যারও সৃষ্টি হতে পারে। তবে কোন কোন রাশি লাভ পাবে, তা দেখে নেওয়া যাক।
জ্যোতিষমতে ১০ অগস্ট সকালে ভোর ৪ টে ৩৮ মিনিটে যম আর মঙ্গল একে অপরের সঙ্গে শক্তিশালী নবপঞ্চম যোগ তৈরি করতে চলেছেন। তারফলে একাধিক রাশি লাভ পাবে। কারা কারা লাভের মুখ দেখতে চলেছেন?
মেষ
দীর্ঘ সময় থেকে আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হবে। আপনি এই সময় বিলাসী কোনও বস্তু প্রাপ্ত করতে পারবেন। স্বাস্থ্যও ভোগাবে না! আর্থিক দিক থেকেও তুমুল লাভ পাবেন। পরিবারের সঙ্গে সময় ভালো কাটবে। আপনার বিরোধীরা কড়া টক্কর পাবেন আপনার থেকে। মান সম্মান পেতে পারেন। মান সম্মান বাড়বে। জীবনে নানান রকমের খুশি আনন্দ আসবে।
কর্কট
এই রাশির জাতক জাতিকারাও আকস্মিক ধনলাভ করতে পারবেন। কোনও জায়গায় আটকে থাকা কাজও ফের একবার শুরু হতে পারে। যাঁদের কাজ যাত্রার সঙ্গে সম্পর্ক যুক্ত, তাঁরা ভালো সাফল্য পেতে পারেন কাজের দিক থেকে। সন্তানের দিক থেকে আসা সমস্যা থেকে পাবেন মুক্তি।
বৃশ্চিক
এই রাশির জাতক জাতিকারা বহু ক্ষেত্রে লাভ পেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হতে পারে। আমদানি হু হু করে বাড়বে। ব্যবসাতেও লাভ পাবেন। স্বাস্থ্য ভালোর দিকে যেতে পারে। সম্পত্তি সম্পর্কিত মামলায় লাভ পাবেন। ভাইবোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে। বেশিরভাগ কাজে সাফল্য পাবেন। আত্মবিশ্বাস বাড়বে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)