গ্রহদের রাজকুমার বুধ ও গ্রহদের সেনাপতি মঙ্গল তৈরি করতে চলেছেন শুভ ষড়াষ্টক যোগ। মঙ্গল হলেন, সাহস, উদ্দীপনা, ভূমি ইত্যাদির কারক। আর বুধ হলেন বুদ্ধির নেপথ্য নায়ক। এই দুই গ্রহের চলনে বহু রাশির জাতক জাতিকার জীবনে আসে নানান রকমের সুখ স্বাচ্ছন্দ্য। এবার মঙ্গল ও বুধ তৈরি করবেন ষড়াষ্টক যোগ। এই যোগের ফলে মঙ্গল আর বুধ, একে অপরের ১৫০ ডিগ্রি কোণে অবস্থান করবেন। তার প্রভাব সব রাশিতে পড়বে। প্রসঙ্গত, রাত পোহালেই ষড়াষ্টক যোগ হতে চলেছে। ৮ জানুয়ারি, ২০২৫ সালে ভোর ৫ টা ৫৫ মিনিটে মঙ্গল আর বুধ একে অপরের সঙ্গে ১৫০ ডিগ্রি অবস্থানে থাকবেন। তারফলে কারা কারা লাকি হবেন দেখে নিন।
কন্যা
জীবনে বাড়বে সুখ সুবিধা। আসবে নানান রকমের খুশি। কেরিয়ারে সুখ স্বাচ্ছ্বন্দ্য বাড়বে। কেরিয়ারের দিক থেকে পাবেন লাভ। সব পরিশ্রম এবার সফল হবে। ব্যবসায় বিপুল লাভের যোগ রয়েছে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। প্রেম জীবন ভালো কাটতে চলেছে। পার্টনারের সঙ্গে সময় ভালো কাটবে। স্বাস্থ্য ভালোর দিকে যাবে।
মকর
এই সময় কোনও ঋণ নিতে চাইলে এখন তা পাবেন। ষড়াষ্টক যোগের ফলে নানান দিক থেকে পাবেন লাভ। ধনলাভের যোগ তৈরি হবে। অপ্রত্যাশিতভাবে কোথাও থেকে টাকা পেতে পারেন। কোনও দীর্ঘ দূরত্বের যাত্রা করতে পারেন। স্বাস্থ্যও ভালো থাকবে। মুনাফা আসতে থাকবে।
কুম্ভ
বুধ আর মঙ্গলের অবস্থান কুম্ভ রাশিকে দারুন লাভ পাইয়ে দেবে। সন্তানকে নিয়ে কোনও টেনশন থাকলে, তা কমে যাবে। কেরিয়ারের দিক থেকে হবে লাভ। ব্যবসায় উন্নতি হবে। নতুন কোনও চাকরির সুযোগ পাবেন। ব্যবসাতেও লাভের যোগ তৈরি হবে। ব্যবসা থেকে লাভ পাবেন। আর্থিক স্থিতি ভালো থাকবে। রোজগারের সুযোগ বাড়বে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)