অগস্ট মাস ২০২৫ তে একাধিক গ্রহের অবস্থান পরিবর্তন রয়েছে। আর গ্রহরা প্রায়সই নিজের অবস্থান পাল্টে ফেলেন।তার প্রভাব দেশ আর দুনিয়াতে দেখতে পাওয়া যায়। এর প্রভাবে একাধিক রাশির জাতক জাতিকারা বিভিন্ন সময়ে লাভের মুুখ দেখতে পান। তারফলে অনেকেই কখনও সৌভাগ্য পান, কখনও আবার কঠিন সময়ের মুখে পড়ে যান। অগস্টে রয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ। বুধ, শুক্রের অবস্থানের তারতম্যে অগস্টেই কর্কট রাশিতে তৈরি হতে চলেছে লক্ষ্মী নারায়ণ যোগ। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। দেখে নেওয়া যাক, কারা কারা লাকি।
তুলা
লক্ষ্মীনারায়ণ রাজযোগের ফলে তুলা রাশির জাতক জাতিকারা বিপুল লাভ পাবেন। এই রাজযোগ আপনার কর্মস্থানে তৈরি হতে চলেছে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। চাকরিরতদের উন্নতির যোগ রয়েছে। বসের নজরে আপনার ভাবমূর্তি ভালো হবে। যাঁরা চাকরি করছেন, তাঁদের প্রতিভা আরও বেরিয়ে আসবে। কেরিয়ান নিয়ে অনেকটাই সিরিয়াস থাকতে পারবেন। ব্যবসায়ীরা ভালো টাকা রোজগার করতে পারবেন।
( ঢাকার ওপর ওয়াশিংটনের ২০ শতাংশের শুল্ক! আমেরিকা কী কী পাচ্ছে বাংলাদেশের থেকে-Report)
মিথুন
লক্ষ্মীনারায়ণ রাজযোগ মিথুন রাশির জাতক জাতিকাকে সাফল্য এনে দেবে। এই সময় আপনার ভাগ্যের যোগ্য সঙ্গত মিলবে। বিবাহিতদের রোম্যান্সের সম্পর্ক আরও বাড়বে। কোনও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে এই সময় দেখা হয়ে যেতে পারে। বুধ গ্রহ আপনার রাশির লগ্নভাবে আসবে। এই সময় কোনও গাড়ি বা বাড়ি কিনতে পারেন। লক্ষ্মী নারায়ণ রাজযোগ আপনার জন্য ইতিবাচক ফল এনে দেবে।