হিন্দু ধর্ম অনুসারে শ্রাবণের সোমবারের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই শ্রাবণে পুরো একমাস বিভিন্ন ধরনের পুজো করা হয় গুরু বৃহস্পতিকে। শ্রাবণে রয়েছে মোট ৪ সোমবার। তারমধ্যে একটি সোমবারে পড়ছে দ্বিদাশ যোগ। এই যোগ নির্মাণ করবেন গুরু বৃহস্পতি। এই যোগের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কবে তৈরি হবে এই যোগ? তার আগে দেখা যাক এই দ্বিদাশ যোগে কারা কারা লাভ পাবেন?
বৃষ
আপনার কাজের দিকে মন খুব বেশি যাবে। ফলে কাজ আগের থেকে ভালো হবে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হতে পারে। আপনার আয়ের অনেক কয়টি নতুন উৎস আসতে পারে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে চলা সমস্যা এবার মিটবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। চাকরির ক্ষেত্রে ভালো লাভ পেতে পারেন। ব্যবসায় আপনার দ্বারা তৈরি করা রণনীতি ফল দেবে।
কন্যা
বিদেশ থেকে পেতে পারেন লাভ। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। চাকরিরতদের জন্য এই যোগ খুবই লাকি। এই রাশির জন্য তাঁদের কাজের প্রশংসা হবে সর্বত্র। আপনার নেতৃত্বের ক্ষমতা আগের থেকে ভালোর দিকে যাবে। আপনাকে কোনও বড় দায়িত্ব নিতে হতে পারে। পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ রয়েছে। বাবা বা গুরুর থেকে সব কাজে পুজো সহযোগিতা পেতে পারেন।
কোন তারিখে পড়ছে এই যোগ?
আগামি ৪ অগস্ট ২০২৫ সালে পড়ছে দ্বিদাশ যোগ। এই যোগের ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন। ৪ অগস্ট রাত ৮ টা ১০ মিনিটে সূর্য আর গুরু বৃহস্পতি একে অপরের সঙ্গে ৩০ ডিগ্রি কোঁ করে থাকবেন। তারফলে তৈরি হবে দ্বিদাশ যোগ।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)