হিন্দুশাস্ত্র অনুসারে রাত পোহালেই রয়েছে ২০২৫ গুরু পূর্ণিমা। এই পূণ্য় তিথির শুরুর তারিখ লক্ষ্মীবার বৃহস্পতিবারে। আর তিথি শেষ হবে শুক্রবারে। উল্লেখ্য,পূর্ণিমা তিথি হিন্দুশাস্ত্র অনুসারে খুবই শুভ। প্রতিমাসের এই তিথিতে বহু গৃহস্থেই হয়ে থাকে শুভ কাজ। অনেকেই পূর্ণিমা তিথির ব্রহ্মমুহূর্তকে বিশেষ মান্যতা দেন। এদিকে, বিয়ের মরশুমে এই পূর্ণিমা তিথি দ্বিরাগমনের সত্যনারায়ণ পুজো, কিম্বা গৃহস্থের কল্যাণে সত্যনারায়ণ পুজোর জন্য খুবই মাহাত্ম্যের। দেখা যাক, এই গুরু পূর্ণিমা তিথি জুলাই মাসে কবে থেকে পড়ছে।
গুরু পূর্ণিমা ২০২৫ তিথি:-
গুরু পূর্ণিমা ২০২৫ পালিত হতে চলেছে ১০ জুলাই। এই শুভ দিনের তিথি শুরু হচ্ছে ক্যালেন্ডারের হিসাব মতো, ১০ জুলাই ১.৩৬ মিনিটে (৯ জুলাই মধ্যরাত পার করে)। আর তিথি শেষ হচ্ছে ১১ জুলাই ২ টো ০৬ মিনিটে (১০ জুলাই মধ্যরাত পার করে।) এই তিথির মধ্যে লক্ষ্মীবার বৃহস্পতিবারে পড়ছে গুরু পূর্ণিমা।
মূলত এই গুরু পূর্ণিমার দিনে অনেকেই নিজের গুরুকে শ্রদ্ধা জানিয়ে থাকেন। আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথিতে অনেকেই গুরুকে শ্রদ্ধা জানিয়ে করেন পুজো। গুরুর প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে অনেকেই ব্রতও রাখেন। পূর্ণিমা তিথির মধ্যে ব্রহ্মমুহূর্ত সবসময়ই বেশ তাৎপর্যপূর্ণ হয়। আর এই বিশেষ ব্রহ্ম মুহূর্ত কবে রয়েছে, তা দেখে নিন।
( Vipreet Rajyog: জুলাইতেই শনিদেব তৈরি করবেন বিপরীত রাজযোগ! হঠাৎ আসবে টাকা, কারা লাকি?)
( Gajakeshari yog Lucky Rashi: শিবের প্রিয় মাস শ্রাবণ ২০২৫-এ আসবে গজকেশরী যোগ! পকেট ফুলবে কাদের?)