হিন্দুশাস্ত্রমতে জুলাই মাসের পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা হিসাবে পরিচিত। ২০২৫ সালের গুরু পূর্ণিমা তিথি আর কয়েকদিন পরই শুরু হচ্ছে। প্রতি মাসেই পূর্ণিমা তিথির আলাদা মাহাত্ম্য থাকে। এই বিশেষ তিথিতে সত্যনারায়ণ পুজো আয়োজিত হয় বহু বাড়িতে। মনে করা হয়, সনাতন ধর্মে গুরু পূর্ণিমা তিথি অত্যন্ত ফলদায়ী। এই বিশেষ তিথিতে গুরুকে আলাদা করে শ্রদ্ধার্ঘ জানানো হয়। মনে করা হয়, এই তিথিতে ব্রত রেখে গুরুকে পুজো করলে, তা ফলদায়ী হয়। এই দিনে গুরুর বিশেষ পুজো করলে, তা সুফল দিয়ে থাকে বলে বিশ্বাস করা হয়। আসন্ন এই গুরু পূর্ণিমার তিথি কবে পড়ছে, দেখা যাক।
গুরু পূর্ণিমা ২০২৫র তিথি:-
পঞ্জিকা অনুসারে, জুলাই মাসে গুরু পূর্ণিমা ২০২৫র তিথি ১০ জুলাই ২০২৫ অর্থাৎ বৃহস্পতিবার থেকে পড়ছে। উল্লেখ্য, লক্ষ্মীবারে এবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। ১০ জুলাই রাত ১ টা ৩৬ মিনিটে পড়ে যাচ্ছে গুরু পূর্ণিমার তিথি। আর ১১ জুলাই রাত ২ টো ৬ মিনিটে তিথি ছেড়ে যাচ্ছে। চলতি বছরে ১০ জুলাই পালিত হবে গুরু পূর্ণিমা তিথি।
গুরু পূর্ণিমা ২০২৫ শুভ যোগ:-
গুরু পূর্ণিমা ২০২৫র শুভ তিথিতে শুভ যোগ কোন কোন সময়ে পড়ছে দেখা যাক। চলতি বছরে অভিজিৎ মুহূর্ত পড়ছে দুপুর ১১ টা ৫৯ মিনিট থেকে। আর তা চলবে ১২ টা ৫৪ মিনিট পর্যন্ত। গোধূলি মুহূর্ত সন্ধ্যা ৭ টা ২১ মিনিট থেকে ৭ টা ৪১ মিনিট পর্যন্ত চলবে। অমৃতকাল রাত ১২ টা ৫৫ মিনিট থেকে ১১ জুলাই রাত ২ টো ৩৫ মিনিট পর্যন্ত চলবে। বিজয় মুহূর্ত রাত ২ টো ৪৫ মিনিট থেকে রাত ৩ টে ৪০ মিনিট পর্যন্ত হবে। গুরু পূর্ণিমার ব্রহ্ম মুহূর্ত তিথি ১০ জুলাই ২০২৫ র ১০ জুলাই ভোর ৪ টে ১০ মিনিট থেকে সন্ধ্যা ৪.৫০ মিনিট পর্যন্ত থাকবে।