বৈদিক জ্যোতিষশাস্ত্র বিভিন্ন সময় গ্রহদের গোচর নানান রকমের সুখের দিন নিয়ে আসে। আবার অনেকের জন্যই এই গ্রহ গোচর লড়াইয়ে বাধ্য করে জাতক জাতিকাদের। তবে চলতি মাসে ১৮ জুলাই থেকে আসতে চলেছে সুসময়। দৃক পঞ্চাঙ্গ অনুসারে ২৬ জুলাই সূর্যদেব মিথুনে প্রবেশ করেছিলেন, আর আর ১৮ অগস্ট চন্দ্রদেব মিথুন রাশিতে প্রবেশ করবেন। চন্দ্র, শুক্র, গুরুর যুতিতে তৈরি হবে ত্রিগ্রহী যোগ। এরফলে বেশ কিছু রাশির জাতক জাতিকারা ভাগ্যবান হবেন। লাকি কারা, দেখে নিন।
তুলা
এই ত্রিগ্রহী যোগ আপনার ভাগ্যস্থানে হবে। এই সময় সব দিক থেকে ভাগ্যের সহযোগিতা পাবেন। আপনার বহু দিনের আটকে থাকা কাজ সম্পন্ন হবে। যাঁরা চাকরি করছেন, তাঁদের তাঁদের নিজেদের প্রতিভা, দক্ষতা দেখানোর সুযোগ আসবে। নিজের কেরিয়ার নিয়ে আপনি আগের থেকে বেশি সিরিয়াস হবেন। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। কোনও ধার্মিক ও মাঙ্গলিক কাজে আপনি অংশ নিতে পারবেন। চাকরি ব্যবসায় উন্নতি করতে পারবেন। দীর্ঘ দূরত্বের যাত্রা আপনার জন্য লাভদায়ক হবে। বাবা বা গুরুর সাহায্য পেতে পারেন।
মিথুন
এই যোগ আপনার রাশিতে লগ্নভাবে হতে চলেছে। আপনার মান সম্মানের প্রাপ্তি হতে পারে। এই সময় জীবনে নানান রকমের খুশি আসবে। অংশীদারির ব্যবসায় লাভ হবে। কোনও আইনি সিদ্ধান্ত আপনার পক্ষে যেতে পারে। কেরিয়ারে নতুন নতুন অভিজ্ঞতা হবে। কোনও স্বাস্থ্য থাকলে সমস্যা কেটে যেতে পারে।
( Ukraine attacks Russia: রাশিয়ার সেনাঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা, টার্গেটে তৈল শোধনাগার, নিহত ৩)
(e-Aadhaar app:আধার কার্ডে সহজে নাম, ঠিকানা পরিবর্তন করতে সুবিধা এনে দেবে নয়া অ্যাপ! জানুন খুঁটিনাটি)
( ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখছে ভারত? এল Report)
( PoKর গ্রামে বাসিন্দাদের তাড়া খেয়ে পালাল লস্করের জঙ্গি কমান্ডার? এল চাঞ্চল্যকর রিপোর্ট)
কন্যা
এই যোগ আপনার গোচর কুণ্ডলীতে কর্মভাবে তৈরি হবে। এই সময় কাজের দিক থেকে লাভ হতে পারে। চাকরি, ব্যবসায় লাভের যোগ রয়েছে। যাঁরা চাকরি করছেন, তাঁরা পাবেন লাভ। বড় কোনও সংস্থার সঙ্গে জড়িত হওয়ার সুযোগ আসবে। ব্যবসাতেও বিস্তার হবে। বাবার সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে।