জ্যোতিষশাস্ত্রে বুধাদিত্য যোগের মাহাত্ম্যই আলাদা। এই যোগে একইসঙ্গে বুধ ও সূর্যের কৃপা বর্ষণ হয়। ওই দুই গ্রহের কৃপায় আশীর্বাদ ধন্য হন বহু রাশির জাতক জাতিকারা। লাভের মুখ দেখেন অনেকেই। আসন্ন সময়ে শুরু হবে বুধাদিত্য যোগ। ১৪ জানুয়ারি, ২০২৫ সালে রয়েছে গ্রহদের রাজা সূর্যের মকর রাশিতে প্রবেশ। আর এরপর ২৪ জানুয়ারিতে রয়েছে রাজকুমার বুধের মকর রাশিতে প্রবেশ। রাজকুমার বুধ আর গ্রহরাজ সূর্য একই রাশিতে অবস্থানের জেরে তৈরি হবে বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগ কয়েকটি রাশির জন্যই লাকি। কারা কারা এতে লাভ পাবেন, একনজরে দেখে নিন।
তুলা
জ্যোতিষমত বলছে, তুলা রাশির জাতক জাতিকারা, এই বুধাদিত্য যোগ থেকে বিপুল লাভ পাবেন। বহু ধরনের সুখ সুবধা বাড়তে পারে। যদি বাড়ি বা গাড়ি কেনার প্ল্যান থাকে, তাহলে তা সাফল্য দেবে। কেরিয়ারে বহু ধরনের সুযোগ আসবে। উন্নতির রাস্তা খুলে যাবে। গাড়ি, রিয়েল এস্টেট, মেডিক্যাল ফিল্ডে যাঁরা রয়েছেন, তাঁরা পাবেন বিপুল লাভ। ধন সম্পত্তি বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসবে। মায়ের সহযোগিতায় বিপুল লাভ পাবেন।
মকর
বুধাদিত্য যোগ, মকর রাশির জাতক জাতিকার জন্য খুবই ভালো কাটতে চলেছে। আপনার জন্য খুবই শুভ প্রমাণিত হতে পারে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে এর প্রভাব পড়তে পারে। সমাজে আপনার সম্মান বাড়বে। আপনার আত্মবিশ্বাসও বাড়বে। বিবাহিতদের সম্পর্ক ভালোর দিকে যাবে। কেরিয়ারে সাফল্য আসবে। বহু ধরনের ইচ্ছা পূরণ হবে।
ধনু
ধনু রাশির জন্য এই যোগ খুবই শুভ। আর্থিক দিক থেকে এই রাজযোগ ব্যাপাক লাভ দেবে। হঠাৎ করে হাতে আসবে টাকা। ধন সম্পত্তিতে আপনি ভরে উঠবেন। সম্পত্তি কেনার শুভ সময় এটা। পুরনো সমস্যা ভুলে এগিয়ে যাওয়ার এটাই ভালো সময়। ভালো সঞ্চয় করতে পারবেন। চাকরিরতরা ভালো লাভ পাবেন। জীবনসঙ্গীর থেকে লাভ পাবেন।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)