বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহরা নিজের চাল বদল করে কখনও মার্গী হন কখনওবা উদিত হন। উদিত গ্রহ ও মার্গী গ্রহের অবস্থানের ফলে বহু রাশির জাতক জাতিকার জীবনে নানান প্রভাব পড়ে। সদ্য ২৪ ফেব্রুয়ারিতেই মার্গী হয়ে গিয়েছেন গ্রহদের সেনাপতি মঙ্গল। আর রাজকুমার বুধ ২ এপ্রিল উদিত হবেন। তাতে কিছু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। দেখা যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন এরফলে। লাকিদের নিয়ে জ্যোতিষমতের ভবিষ্যদ্বাণী কী বলছে দেখা যাক।
বৃষ
বুধর উদিত হওয়া আর মঙ্গলের মার্গী অবস্থানের ফলে বৃষ রাশির জাতক জাতিকারা নানানভাবে লাভের মুখ দেখতে চলেছেন। বুধ গ্রহ আপনার রাশিতে লাভের স্থানে রয়েছেন। তারফলে বৃষ রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। আপনার বহু আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হবে। কিছু নতুন প্রজেক্ট থেকে পাবেন সাফল্য। জীবনে আসবে খুশি আনন্দ। আয়ের উৎস বাড়বে। ফলে ধনলাভের সম্ভাবনাও বাড়বে। আপনার আটকে থাকা কাজ দ্রুত এগোতে থাকবে। আর্থিক সংকট থেকে পাবেন মুক্তি। আকস্মিক ধনলাভ হতে পারে। বিনিয়োগ থেকে লাভের যোগ পেতে পারেন।
মিথুন
বুধ আপনার রাশিতে কর্মভাবে উদিত হবেন। মঙ্গলগ্রহ আপনার রাশিতে লগ্নভাবে মার্গী হবেন। এই সময় নানান দিক থেকে আপনার পরাক্রম ও সাহস বাড়তে পারে। আপনার জীবনে বহু ধরনের খুশি, আনন্দ আসতে পারে। আয়ের নতুন নতুন উৎস আপনার সামনে আসতে পারে। আর্থিক সংকট কমের দিকে যাবে। যাঁরা চাকরি করেননা, বা চাকরির খোঁজ করছেন, তাঁরা পাবেন লাভ। চাকরিরতদের পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে।
( Terrorist attack in Kashmir: কাশ্মীরে সেনার গাড়ি লক্ষ্য করে জঙ্গিদের গুলি! শুরু 'সার্চ অপারেশন’)
ধনু
বুধ গ্রহ আপনার রাশিতে চতুর্থভাবে উদিত হবেন। মঙ্গল গ্রহ আপনার গোচর কুণ্ডলীতে সপ্তমভাবে মার্গী হবেন। আপনি ভৌতিক সুখ পাবেন এই সময়। প্রেম জীবন পোক্তভাবে এগোতে থাকবে। আপনি কোনও নতুন সম্পর্কের অংশ হতে পারেন। এই সময় গাড়ি, প্রপার্টি কিনতে পারেন। প্রেম জীবনে আসবে আরও পোক্ত কোনও সময়। নতুন কোনও সম্পর্ক তৈরি হতে পারে। মা ও শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালো হবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )