জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ আর শনির কেন্দ্র দৃষ্টি খুব শিগগিরই তৈরি হতে চলেছে। প্রতিটি গ্রহেরই একটি নিশ্চিত সময় পর পর নিজের অবস্থান পরিবর্তনের সময় আসে। আগামী ২৭ ডিসেম্বর ২০২৪ সালে দুপুর ১২ টা ৫৬ মিনিটে বুধ আর শনি একজন আরেকজনের সঙ্গে সমকোণীয় দৃষ্টিতে নিজের চাল চালবেন। জ্যোতিষশাস্ত্র মতে দুটি গ্রহ একে অপরের সঙ্গে ৯০ অংশে স্থিত রয়েছে। তারফলে বহু রাশি লাভের মুখ দেখতে চলেছে। কারা কারা লাভ পাবে? দেখা যাক।
মকর
এই রাশির জাতক জাতিকাদের মধ্যে করা সমস্ত কাজ ফলদায়ী হবে। এরফলে সিনিয়র আধিকারিক ও সহকর্মীরা আপনার প্রশংসা করবেন। অফিসের সহকর্মীদের পুরো সমর্থন পাবেন। ব্যবসাতেও খুব লাভ পাবেন। নিজের লক্ষ্য প্রাপ্তিতে সফল হবেন। দারুন স্কিল আর নেতৃত্বের দক্ষতা দেখাতে পারবেন। ভালো মুনাফা পেতে সফল হবেন। আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে। আপনি অত্যধিক টাকা পয়সা রোজগারে সফল হবেন। আপনি সব দিক থেকে খুশি থাকবেন, এমনটা মনে হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে খুশি থাকতে পারেন।
( ‘এটা হিন্দুস্তান, দেশ সংখ্যাগুরুর ইচ্ছায়..’ VHPর অনুষ্ঠানে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির মন্তব্যে রিপোর্ট তলব SCর)
( শেখ হাসিনা ও বোন রেহানার ব্যাঙ্কের তথ্য খতিয়ে দেখতে কোমর কষছে ইউনুস প্রশাসন! মুজিব ট্রাস্টে কাদের টাকা? ময়দানে BFIU)
মীন
নতুন বন্ধু হবে এই সময়। এই রাশির জাতক জাতিকার ভাগ্যে কেরিয়ারের সব ক্ষেত্রে ভালো ফল প্রদর্শনের সুযোগ রয়েছে। আপনার যেকোনও কাজের প্রশংসা হবে। অফিসের উচ্চ আধিকারিকরা আপনার কাজের প্রশংসা করবেন। ব্যবসায় তুমুল লাভ হবে।পর্যটন থেকেও দারুন টাকা রোজগার করতে পারবেন। দাম্পত্য জীবন আগের থেকে ভালো হবে।