জ্যোতিষশাস্ত্র মতে বুধদেবের গতিবিধির প্রভাব সমস্ত রাশিতে পড়তে থাকে। তারফলে কোনও রাশির ভাগ্যে উন্নতির রেখা দেখা যায়, আবার কোনও রাশির ভাগ্যে থাকে লড়াই। আসন্ন সময়, আর মাত্র ২ দিন পরই রয়েছে বুধের নক্ষত্র গোচর। জানুায়রির শেষ লগ্নে বুধের এই নক্ষত্র গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পারেন। বাণী, সঞ্চার, তর্ক, বিতর্ক, বুদ্ধির কারক হচ্ছেন বুধ। আর বুধের এই নক্ষত্র গোচরে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পারেন। কারা লাকি, দেখা যাক।
বৃষ
যে কাজে হাত দেবেন, সেই কাজ থেকে পেতে পারেন বিপুল সাফল্য। কাজের সূত্রে কোথাও যেতে হতে পারে। যে দম্পতিরা সন্তানের থেকে সাফল্যের খবর শোনার আশায় বহু দিন ধরে রয়েছেন, তাঁরা পাবেন এই সময় লাভ। সন্তানকে ঘিরে সুখবর আসতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। সব কাজে মা বাবার সহযোগিতা পাবেন। মেন্টরের সহযোগিতা পেতে পারেন। লক্ষ্য প্রাপ্তিতে আরও এগিয়ে যাওয়ার সুযোগ আসতে পারে। ভাই বোনের সহযোগিতা পেলেও পেতে পারেন।
( Bangladesh Border:শুধু ফসল নয়, এপারের গরু-ছাগল নিয়েও পালাচ্ছে বাংলাদেশিরা!‘BSFর সঙ্গে আছি’, রাত জাগছেন শুকদেবপুরের মানুষ)
কর্কট
অংশীদারির সূত্রে ভালো লাভ পাবেন। ফলে অংশীদারির কোনও কাজ থাকলে, তা থেকে ভালো কিছু আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ পেতে পারেন। বিদেশি কোনও সংস্থা থেকে এই সময় লাভ পেতে পারেন। বিদেশে যাত্রাও করতে হতে পারে। বিভিন্ন ক্ষেত্র থেকে আনন্দ আসতে পারে। ব্যক্তিত্ব অনেককে চমক দেবে।