বৈদিক জ্যোতিষ বলছে, খুব শিগগির বুধ গ্রহের গোচর সম্পন্ন হতে চলেছে। উল্লেখ্য, আর হাতে মাত্র কয়েকটি দিন তারপরই এই গোচর পর্ব সম্পন্ন হতে চলেছে। মনে করা হচ্ছে, আসন্ন বুধের গোচরে ৩ টি রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা এতে লাভবান হবেন।