Astro Tips: পায়রাকে খাওয়ালে শুধু লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি নয়, কেটে যায় এই দুই অশুভ প্রভাব Updated: 10 Aug 2025, 03:00 PM IST Sanket Dhar Pigeon Feeding Tips: কবুতরকে শান্তি এবং ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। কবুতরকে খাওয়ানো একটি পুণ্যের কাজ, যা ইতিবাচক শক্তি আকর্ষণ করে। বাস্তু অনুসারে, সঠিক সময়ে এবং দিকে শস্য খাওয়ালে এর প্রভাব বৃদ্ধি পায়।